ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে ছোঁয়াও যাবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / 27

আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি (ফাইল ছবি)

আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে অবশ্য আরও একটা ম্যাচ খেলবে দলটি, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদেরই মাঠে হবে প্রীতি ম্যাচটি। তার আগে দলটির কোচ রোদোলফো আরুবারেনা শিষ্যদের হুঁশিয়ারই করে দিয়েছেন রীতিমতো। মেসিকে ছোঁয়াও যাবে না এই ম্যাচে!

রোদোলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম বুয়োনোস এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও। সেই তিনি এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আমিরাতের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে রোদোলফো জানিয়েছেন, দলের খেলোয়াড়দেরকে মেসির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, আমি ফুটবলারদের বলে দিয়েছি, ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকল না করা হয়। সবচেয়ে ভালো হয়, ওকে ছোঁয়াই না হয়।

নিজ দেশ খেলছে বিশ্বকাপে, তার আগে তার দলের মুখোমুখি হয়েই প্রস্তুতি সারতে চায় মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে তিনি জানালেন, শিষ্যদেরকে তার এই হুঁশিয়ারি মূলত দেশের প্রতি ভালোবাসা থেকেই এসেছে। তিনি বলেন, বলতে পারেন, এটা আমার দেশের প্রতি দুর্বলতা। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ খেলবে কাতারে। তার আগে এই প্রস্তুতি ম্যাচ আমাদের কাছে স্মরণীয় হয়ে গিয়েছে মাঠে নামার আগেই।

গ্রহের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুখোমুখি হবে দল। তাই আর্জেন্টাইন কোচ রোদোলফো জানালেন, আমিরাতের খেলোয়াড়দেরকে পরামর্শ দেওয়ার জন্য মেসিকে বিশেষভাবে অনুরোধ করবেন তিনি।

তার ভাষায়, লিওর মতো ফুটবলারের দেখা তো চাইলেই মেলে না। সেই সুযোগ পাচ্ছে এই দল। তাই ওর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেলে উপকৃত হবে সংযুক্ত আরব আমিরাত দল। আশা করব, ও আমার এই অনুরোধ রক্ষা করবে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

মেসিকে ছোঁয়াও যাবে না

আপডেট টাইম : ০৮:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে অবশ্য আরও একটা ম্যাচ খেলবে দলটি, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদেরই মাঠে হবে প্রীতি ম্যাচটি। তার আগে দলটির কোচ রোদোলফো আরুবারেনা শিষ্যদের হুঁশিয়ারই করে দিয়েছেন রীতিমতো। মেসিকে ছোঁয়াও যাবে না এই ম্যাচে!

রোদোলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম বুয়োনোস এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও। সেই তিনি এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আমিরাতের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে রোদোলফো জানিয়েছেন, দলের খেলোয়াড়দেরকে মেসির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, আমি ফুটবলারদের বলে দিয়েছি, ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকল না করা হয়। সবচেয়ে ভালো হয়, ওকে ছোঁয়াই না হয়।

নিজ দেশ খেলছে বিশ্বকাপে, তার আগে তার দলের মুখোমুখি হয়েই প্রস্তুতি সারতে চায় মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে তিনি জানালেন, শিষ্যদেরকে তার এই হুঁশিয়ারি মূলত দেশের প্রতি ভালোবাসা থেকেই এসেছে। তিনি বলেন, বলতে পারেন, এটা আমার দেশের প্রতি দুর্বলতা। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ খেলবে কাতারে। তার আগে এই প্রস্তুতি ম্যাচ আমাদের কাছে স্মরণীয় হয়ে গিয়েছে মাঠে নামার আগেই।

গ্রহের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুখোমুখি হবে দল। তাই আর্জেন্টাইন কোচ রোদোলফো জানালেন, আমিরাতের খেলোয়াড়দেরকে পরামর্শ দেওয়ার জন্য মেসিকে বিশেষভাবে অনুরোধ করবেন তিনি।

তার ভাষায়, লিওর মতো ফুটবলারের দেখা তো চাইলেই মেলে না। সেই সুযোগ পাচ্ছে এই দল। তাই ওর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেলে উপকৃত হবে সংযুক্ত আরব আমিরাত দল। আশা করব, ও আমার এই অনুরোধ রক্ষা করবে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button