ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চম শিল্প বিপ্লবে পা দিলাম: মোস্তফা জব্বার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / 30

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রযুক্তির চাইতে জনবান্ধব আর কিছু নেই। আমরা যত কিছুই করি, প্রযুক্তি ছাড়া আমাদের পক্ষে মানুষের জীবনকে সহজ-সরল এবং কষ্টহীন করার কোনো উপায় নেই।

রাজধানীর একটি হোটেলে ‘বাঘ ইকো মোটরস’ নামের পরিবহন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ৪ বছর পরিশ্রমের পর সৌরবিদ্যুৎচালিত টু-হুইলার, থ্রি-হুইলার ও ফোর-হুইলার ইলেকট্রনিক গাড়ি নিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করলো বাঘ ইকো মোটরস। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই গাড়িগুলোতে রয়েছে ইন্টারনেট সুবিধাসহ ফ্রি ওয়াইফাই, জিপিএস ট্র‍্যাকিং, মোবাইল চার্জ সুবিধা, প্যানিক বাটন, ২৪ ঘণ্টা ভিডিও মনিটরিং ব্যবস্থা, ব্যাটারি ও চার্জিং ম্যানেজমেন্ট সিস্টেম।

এই গাড়ির উদ্বোধনকে যুগান্তকারী উল্লেখ করে মোস্তফা জব্বার বলেন, ‘আজ আমার মনে হলো আমরা পঞ্চম শিল্প বিপ্লবে পা দিলাম। পৃথিবীর কাছে বুক ফুলিয়ে আমরা বলতে পারবো তোমরা প্রস্তুত হও, বাংলাদেশ তোমাদের নেতৃত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন এ দেশের একটিও শিল্প-কারখানা ছিল না। যে কয়টি ছিল সবগুলোর মালিক ছিল পাকিস্তানিরা। পাকিস্তানিরা যখন পালিয়ে যায়, তখন পরিত্যক্ত কারখানাগুলো সচল করার উদ্যোগ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঘ ইকো মোটরস লিমিটেড শূন্যতার মধ্য থেকে উঠে এসেছে। এটি কেবল বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনের প্রতীক হিসেবে থাকবে না, দক্ষিণ এশিয়া কিংবা সারা পৃথিবীর মানুষের কাছে উদ্ভাবনের প্রতীক হয়ে থাকবে।’

মন্ত্রী বলেন, ‘‘আমরা তথ্যপ্রযুক্তির চর্চা করছি। এই চর্চার নানাবিধ প্রয়োগ যেখানে-সেখানে দেখতে পাচ্ছি। নিজের চোখে যখন ‘বাঘ ইকো মোটরস’-এর পণ্যগুলো দেখলাম, আকাশ থেকে পড়েছি। এর মাধ্যমে ৬ টাকার ভাড়া ৬০ পয়সায় নামিয়ে নিয়ে আসবে, এটা অবিশ্বাস্য। কেউ কি ভাবতে পারে, ৬ পয়সায় কোথাও যাতায়াত করতে পারবো! এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বাঙালির যে মেধা, বাঙালির যে শক্তি, এই শক্তির সঙ্গে পৃথিবীর কোনো দেশের তুলনা হয় না। বাংলাদেশের মানুষ আইওটি ডিভাইস তৈরি করেছে, ডেটা সেন্টার থেকে শুরু করে এই গাড়ির সার্বিক উদ্ভাবনে যা যা দরকার তার সবকিছু করেছে, এটা সত্যিই গর্বের।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আজকে আপনারা গর্ব করার মতো একটি বিষয় দেখলেন। আমি মনে করি, আমাদের এরকমটাই করা দরকার, যে কাজটি সাধারণ মানুষের ৬ টাকা ৬ পয়সায় রূপান্তরিত করবে। একইসঙ্গে যে সুযোগ-সুবিধা বাঘ ইকো মোটরসের গাড়িতে দেখেছি, এটি একসময় বাংলাদেশের গ্রাহকেরা কল্পনাও করতে পারেনি।’

বাঘ ইকো মোটরস পণ্য উৎপাদন ও বাজারজাতের আগে নানা জটিলতায় পড়ে। সে বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কাগজের ফাইলের ভেতরে বন্দি। কাগজের ফাইলের ভেতরে থেকে বের করে আনতে সবাইকে লড়াই করতে হয়। এটা আমিও আগে জানতাম না। আমার নিজের চোখের দেখা, একটা চিঠি এসেছে আমার দপ্তরে, সামান্য কাজ শেষে আমার কাছে আসবে, এটা তিন মাস পড়ে থাকে! এর জন্য আবার তাগাদা দিতে হয়। এই অবস্থার পেছনে নানা কারণ থাকে, টাকা-পয়সার সম্পর্ক থাকে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন, বাঘ ইকো মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহান, পরিচালক ওসামা তাসীর ও প্রেসিডেন্ট কাজী আনিসুল ইসলাম।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পঞ্চম শিল্প বিপ্লবে পা দিলাম: মোস্তফা জব্বার

আপডেট টাইম : ০৮:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রযুক্তির চাইতে জনবান্ধব আর কিছু নেই। আমরা যত কিছুই করি, প্রযুক্তি ছাড়া আমাদের পক্ষে মানুষের জীবনকে সহজ-সরল এবং কষ্টহীন করার কোনো উপায় নেই।

রাজধানীর একটি হোটেলে ‘বাঘ ইকো মোটরস’ নামের পরিবহন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ৪ বছর পরিশ্রমের পর সৌরবিদ্যুৎচালিত টু-হুইলার, থ্রি-হুইলার ও ফোর-হুইলার ইলেকট্রনিক গাড়ি নিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করলো বাঘ ইকো মোটরস। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই গাড়িগুলোতে রয়েছে ইন্টারনেট সুবিধাসহ ফ্রি ওয়াইফাই, জিপিএস ট্র‍্যাকিং, মোবাইল চার্জ সুবিধা, প্যানিক বাটন, ২৪ ঘণ্টা ভিডিও মনিটরিং ব্যবস্থা, ব্যাটারি ও চার্জিং ম্যানেজমেন্ট সিস্টেম।

এই গাড়ির উদ্বোধনকে যুগান্তকারী উল্লেখ করে মোস্তফা জব্বার বলেন, ‘আজ আমার মনে হলো আমরা পঞ্চম শিল্প বিপ্লবে পা দিলাম। পৃথিবীর কাছে বুক ফুলিয়ে আমরা বলতে পারবো তোমরা প্রস্তুত হও, বাংলাদেশ তোমাদের নেতৃত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন এ দেশের একটিও শিল্প-কারখানা ছিল না। যে কয়টি ছিল সবগুলোর মালিক ছিল পাকিস্তানিরা। পাকিস্তানিরা যখন পালিয়ে যায়, তখন পরিত্যক্ত কারখানাগুলো সচল করার উদ্যোগ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঘ ইকো মোটরস লিমিটেড শূন্যতার মধ্য থেকে উঠে এসেছে। এটি কেবল বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনের প্রতীক হিসেবে থাকবে না, দক্ষিণ এশিয়া কিংবা সারা পৃথিবীর মানুষের কাছে উদ্ভাবনের প্রতীক হয়ে থাকবে।’

মন্ত্রী বলেন, ‘‘আমরা তথ্যপ্রযুক্তির চর্চা করছি। এই চর্চার নানাবিধ প্রয়োগ যেখানে-সেখানে দেখতে পাচ্ছি। নিজের চোখে যখন ‘বাঘ ইকো মোটরস’-এর পণ্যগুলো দেখলাম, আকাশ থেকে পড়েছি। এর মাধ্যমে ৬ টাকার ভাড়া ৬০ পয়সায় নামিয়ে নিয়ে আসবে, এটা অবিশ্বাস্য। কেউ কি ভাবতে পারে, ৬ পয়সায় কোথাও যাতায়াত করতে পারবো! এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বাঙালির যে মেধা, বাঙালির যে শক্তি, এই শক্তির সঙ্গে পৃথিবীর কোনো দেশের তুলনা হয় না। বাংলাদেশের মানুষ আইওটি ডিভাইস তৈরি করেছে, ডেটা সেন্টার থেকে শুরু করে এই গাড়ির সার্বিক উদ্ভাবনে যা যা দরকার তার সবকিছু করেছে, এটা সত্যিই গর্বের।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আজকে আপনারা গর্ব করার মতো একটি বিষয় দেখলেন। আমি মনে করি, আমাদের এরকমটাই করা দরকার, যে কাজটি সাধারণ মানুষের ৬ টাকা ৬ পয়সায় রূপান্তরিত করবে। একইসঙ্গে যে সুযোগ-সুবিধা বাঘ ইকো মোটরসের গাড়িতে দেখেছি, এটি একসময় বাংলাদেশের গ্রাহকেরা কল্পনাও করতে পারেনি।’

বাঘ ইকো মোটরস পণ্য উৎপাদন ও বাজারজাতের আগে নানা জটিলতায় পড়ে। সে বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কাগজের ফাইলের ভেতরে বন্দি। কাগজের ফাইলের ভেতরে থেকে বের করে আনতে সবাইকে লড়াই করতে হয়। এটা আমিও আগে জানতাম না। আমার নিজের চোখের দেখা, একটা চিঠি এসেছে আমার দপ্তরে, সামান্য কাজ শেষে আমার কাছে আসবে, এটা তিন মাস পড়ে থাকে! এর জন্য আবার তাগাদা দিতে হয়। এই অবস্থার পেছনে নানা কারণ থাকে, টাকা-পয়সার সম্পর্ক থাকে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন, বাঘ ইকো মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহান, পরিচালক ওসামা তাসীর ও প্রেসিডেন্ট কাজী আনিসুল ইসলাম।

নিউজ লাইট ৭১