র্যাবের সদস্যদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল ডাকাতের (৩০) মৃত্যু হয়েছে
- আপডেট টাইম : ০১:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / 129
নিউজ লাইট ৭১ রিপোর্ট: মহেশখালী উপজেলার কালামারছাড়া ইউনিয়নের নোনাছড়িতে র্যাবের সদস্যদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল ডাকাতের (৩০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব নোনাছড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। মৃত জয়নাল ডাকাত ওই এলাকার মুফিজুর রহমান প্রকাশ মজু বলীর পুত্র। র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব সন্ত্রাসীদের আটককের পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় র্যাব সদস্যদের লক্ষ্য গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এসময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত ডাকাত জয়নাল আবেদীন প্রকাশ জয়নালের মৃত্যু হয়। এসময় একই এলাকার এলাদনের পুত্র সন্ত্রাসী শাহজাহান (৩৩) ও ফজল করিমের পুত্র আবছারকে (৩৫) আটক করা হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।