স্বামীকে কুপিয়ে হত্যা
- আপডেট টাইম : ০২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / 36
নরসিংদীর পলাশে অনিল পাল (৪৫) নামে একজনকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী গীতা পাল।
গত সোমবার (২৪ অক্টোবর) রাতে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ইলিয়াস।
স্থানীয় ইউপি সদস্য কিরণ প্রদান বলেন, সোমবার আনুমানিক রাত ৩টার দিকে অনিল পালের বাড়িতে কয়েকজন লোক ডুকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে তার স্ত্রী গীতা বাধা দিতে গেলে তাকেও আহত করে দুর্বৃত্তরা।
তিনি আরেও বলেন, পরবর্তীকালে তার স্ত্রী’র ডাক চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) মো. ইলিয়াস বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
নিউজ লাইট ৭১