আমদানি-রপ্তানি শুরু বাংলাবান্ধা স্থলবন্দরে
- আপডেট টাইম : ০১:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / 26
দুই দিন বন্ধ থাকার পর সচল হয়েছে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। কালীপূজার কারণে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিলো।
বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, কালীপূজা উপলক্ষে ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার চিঠি দিয়ে জানালে দু’দেশের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো। বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কালীপূজায় দুই দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক ছিলো।
নিউজ লাইট ৭১