শেয়ারিং বন্ধ করছে নেটফ্লিক্স
- আপডেট টাইম : ০৯:৫৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / 30
একটি অ্যাকাউন্ট একাধিক ব্যবহারকারীর ভাগাভাগি বন্ধ করতে যাচ্ছে নেটফ্লিক্স। আগামী বছর থেকে এ সুযোগ থাকবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস।
এ বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর) পরিসংখ্যান জানানোর পরই নেটফ্লিক্স ঘোষণা দেয়, তারা আগামী বছরের শুরু থেকেই পাসওয়ার্ড শেয়ারিংয়ের জন্য চার্জ নেওয়া শুরু করবে। এ প্রান্তিকে ২.৪১ মিলিয়ন নতুন পেইড সাবস্ক্রাইবার পাওয়ার পরই এ ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি।
নতুন নিয়মের আওতায় একই বাড়ির সদস্যরাই শুধু একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। নেটফ্লিক্স যদি (আইপি অ্যাড্রেসের মাধ্যমে) ধরতে পারে যে ওই অ্যাকাউন্ট একই বাড়ির সদস্যদের বাইরের কেউ ব্যবহার করছে, তাহলে ওই ব্যবহারকারীদের সুযোগ দেওয়া হবে না।
নেটফ্লিক্স দেখার জন্য তাদের নিজস্ব অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টে ঢোকার অনুমতি আছে এমন একই বাড়ির কোনো সদস্য যদি অন্য নেটওয়ার্ক বা বাড়ির বাইরের কোনো ডিভাইস থেকে সংযুক্ত হতে চান, তাহলে তাদের বিস্তারিত তথ্য যাচাই করার পরীক্ষা দিতে হবে। যাতে তারা অনুমোদিত ব্যবহারকারী কি-না, তা নিশ্চিত করা যায়।
এতোদিন বিনা পয়সায় পাসওয়ার্ড শেয়ারিং করা গেলেও এখনই এসব ক্ষেত্রে পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে নেটফ্লিক্স।
প্রতিষ্ঠানটি প্রোফাইল ট্রান্সফার নামে একটি নতুন ফিচার এনেছে। এর উদ্দেশ্য, অন্য গ্রাহকের অ্যাকাউন্ট ব্যবহার করা ব্যক্তিকে সহজে নিজের অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেওয়া।
প্রোফাইল ট্রান্সফার ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আগের সেটিং, রিকমেন্ডেশন, ভিউয়িং হিস্ট্রি, মাই লিস্ট, সেভ করা গেমসহ অন্যান্য তথ্য রেখে দিয়েই নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। তবে পেমেন্টের তথ্য নতুন অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যাবে না।
এখন নেটফ্লিক্সের মূল অগ্রাধিকার হলো পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা। প্ল্যাটফর্মটির দাবি, এর ফলে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে।
এসবের পাশাপাশি দর্শক ধরে রাখতে নভেম্বর থেকে বিজ্ঞাপনের চুক্তিতে সাবস্ক্রিপশনের অপশন রাখতে যাচ্ছে জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিজ্ঞাপনসহ নেটফ্লিক্স সাবস্ক্রাইব করলে খরচ কিছুটা কম পড়বে।
নেটফ্লিক্স জানিয়েছে, নতুন পরিকল্পনা অনুযায়ী গ্রাহকরা প্রতি ঘণ্টায় গড়ে ৪ থেকে ৫ মিনিটের বিজ্ঞাপন বিরতি পাবেন।
প্রযুক্তি বিশ্লেষকের বরাতে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্স ফিঙ্গার প্রিন্ট ও ফেস স্ক্যানের কথাও ভাবছে।
নিউজ লাইট ৭১