ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তরুণীকে উত্যক্ত করায় যুবক শ্রীঘরে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / 25

গ্রেফতারকৃত আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে (ছবি : নিউজ লাইট ৭১)

পাবনার ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান তরুণীকে রাস্তায় অশ্লীল অঙ্গভঙ্গি ও উত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী শহরের কলেজ রোডে ঘটনাটি ঘটে। সেখানেই‌ আদালত বসিয়ে ওই যুবককে কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক সাজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) ঈশ্বরদী শহরের কলেজ রোড পূর্বটেংরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। রায় ঘোষণার পরপরই ওই যুবককে পুলিশ পাবনা কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কলেজপাড়ায় তরুণীসহ রূপপুর প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন রুশ নাগরিক এক বাসায় ভাড়া থাকেন। ওই যুবকের প্রায়দিনই রাস্তাপথে রুশ তরুণীকে উত্ত্যক্ত করতেন।

একইভাবে দুপুরে তরুণী তার বাসা বাইরে এলে ওই যুবক রাস্তাপথে অশ্লীল অঙ্গভঙ্গিতে উত্যক্ত করতে থাকেন। এতে বিরক্ত হয়ে তরুণীর অনুরোধে ভাড়া বাড়ির লোকজনসহ স্থানীয়রা যুবককে আটক করে পুলিশে খবর দেয়। এরপর সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে সেই যুবককে কারাদণ্ড প্রদান করেন। যদিও সে সময় রুশ তরুণী সেখানে উপস্থিত ছিলেন না বলে দাবি স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস বলেন, অনেকদিন ধরেই ওই তরুণীকে উত্যক্ত করতো যুবকটি। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তরুণী অনুপস্থিত থাকার পরও যুবককে কিভাবে জরিমানা বা আটক করলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সময় তরুণী উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

তরুণীকে উত্যক্ত করায় যুবক শ্রীঘরে

আপডেট টাইম : ০৪:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

পাবনার ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান তরুণীকে রাস্তায় অশ্লীল অঙ্গভঙ্গি ও উত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী শহরের কলেজ রোডে ঘটনাটি ঘটে। সেখানেই‌ আদালত বসিয়ে ওই যুবককে কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক সাজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) ঈশ্বরদী শহরের কলেজ রোড পূর্বটেংরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। রায় ঘোষণার পরপরই ওই যুবককে পুলিশ পাবনা কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কলেজপাড়ায় তরুণীসহ রূপপুর প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন রুশ নাগরিক এক বাসায় ভাড়া থাকেন। ওই যুবকের প্রায়দিনই রাস্তাপথে রুশ তরুণীকে উত্ত্যক্ত করতেন।

একইভাবে দুপুরে তরুণী তার বাসা বাইরে এলে ওই যুবক রাস্তাপথে অশ্লীল অঙ্গভঙ্গিতে উত্যক্ত করতে থাকেন। এতে বিরক্ত হয়ে তরুণীর অনুরোধে ভাড়া বাড়ির লোকজনসহ স্থানীয়রা যুবককে আটক করে পুলিশে খবর দেয়। এরপর সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে সেই যুবককে কারাদণ্ড প্রদান করেন। যদিও সে সময় রুশ তরুণী সেখানে উপস্থিত ছিলেন না বলে দাবি স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস বলেন, অনেকদিন ধরেই ওই তরুণীকে উত্যক্ত করতো যুবকটি। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তরুণী অনুপস্থিত থাকার পরও যুবককে কিভাবে জরিমানা বা আটক করলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সময় তরুণী উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button