ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কে হচ্ছেন সাধারণ সম্পাদক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • / 120

নিউজ লাইট ৭১ রিপোর্ট: কাল বাদে পরশু শুরু হচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন। দুই দিনের এ সম্মেলন ঘিরে কে হচ্ছেন ক্ষমতাসীন দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা– তা নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। তবে এ সম্পর্কে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ইঙ্গিতই পাননি কোনো নেতাই। যেখানে অতীতে সম্মেলনগুলোর আগের এই সময়ে এ পদের দায়িত্বে কে আসছেন সে সম্পর্কে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যেত।

এমন পরিস্থিতিতে প্রায় ডজনখানেক নেতা নিজস্ব অনুসারীদের দিয়ে প্রচার চালাচ্ছেন। তাদের মধ্যে আছেন– বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আজমতউল্লাহ খান। তাদের নিয়ে এক ধরনের প্রত্যাশাও তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠরা দেশ রূপান্তরকে জানিয়েছেন, আলোচনার বাইরে থাকা কোনো নেতাও হয়ে যেতে পারেন সাধারণ সম্পাদক। এখন পর্যন্ত এ বিষয়েও ইঙ্গিত পাননি কোনো নেতাই। তাই দলের নেতাকর্মীরা ধোঁয়াশায় রয়েছেন সাধারণ সম্পাদক পদ নিয়ে। তারপরও অনুসারীদের আলোচনায় মাঠে টিকে থাকতে চান সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর ও সম্পাদকমণ্ডলীর দুই সদস্য নিউজ লাইট ৭১ কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক পদের জন্য হয়তো ভেবে রেখেছেন। কিন্তু কারও কাছে তা প্রকাশ করেননি। ফলে নিশ্চিত নাম বলতে পারছেন না কোনো নেতাই।

আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য নিউজ লাইট ৭১ কে বলেন, দলের মধ্যে এখন যারা সাধারণ সম্পাদকের তালিকায় আলোচনায় আছেন তাদের কেউ দলীয় সভাপতির কোনো ইঙ্গিতপ্রাপ্ত নন। নিজেদের অনুসারীদের প্রচারের কারণে শুধু নাম শোনা যাচ্ছে। ফলে চ‚ড়ান্তভাবে কে আসছেন এই পদে সে ব্যাপারে নিশ্চিত তথ্য কারও কাছে নেই। আওয়ামী লীগের দলীয় কার্যালয় ঘুরে ও নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কারও সাধারণ সম্পাদকের পদে আসার সম্ভাবনাই বেশি। রাজনৈতিক বিবেচনায় তাই হওয়ার সম্ভাবনাই বেশি বলে দাবি করেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীর শেখ হাসিনার প্রতি আস্থা রয়েছে। ফলে আগে জানার কৌতূহল থাকলেও সিদ্ধান্ত সঠিকই হবে বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য নিউজ লাইট ৭১ কে বলেন, শেখ হাসিনার বিবেচনায় বর্তমান সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর দুই নেতা ও একজন কেন্দ্রীয় সদস্য রয়েছেন। এই চারজনের সবাই সমান মানদণ্ডে আছেন। তাই বলা মুশকিল কার ভাগ্যে জুটছে এ দায়িত্ব।

Tag :

শেয়ার করুন

কে হচ্ছেন সাধারণ সম্পাদক

আপডেট টাইম : ১১:০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ রিপোর্ট: কাল বাদে পরশু শুরু হচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন। দুই দিনের এ সম্মেলন ঘিরে কে হচ্ছেন ক্ষমতাসীন দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা– তা নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। তবে এ সম্পর্কে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ইঙ্গিতই পাননি কোনো নেতাই। যেখানে অতীতে সম্মেলনগুলোর আগের এই সময়ে এ পদের দায়িত্বে কে আসছেন সে সম্পর্কে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যেত।

এমন পরিস্থিতিতে প্রায় ডজনখানেক নেতা নিজস্ব অনুসারীদের দিয়ে প্রচার চালাচ্ছেন। তাদের মধ্যে আছেন– বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আজমতউল্লাহ খান। তাদের নিয়ে এক ধরনের প্রত্যাশাও তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠরা দেশ রূপান্তরকে জানিয়েছেন, আলোচনার বাইরে থাকা কোনো নেতাও হয়ে যেতে পারেন সাধারণ সম্পাদক। এখন পর্যন্ত এ বিষয়েও ইঙ্গিত পাননি কোনো নেতাই। তাই দলের নেতাকর্মীরা ধোঁয়াশায় রয়েছেন সাধারণ সম্পাদক পদ নিয়ে। তারপরও অনুসারীদের আলোচনায় মাঠে টিকে থাকতে চান সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর ও সম্পাদকমণ্ডলীর দুই সদস্য নিউজ লাইট ৭১ কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক পদের জন্য হয়তো ভেবে রেখেছেন। কিন্তু কারও কাছে তা প্রকাশ করেননি। ফলে নিশ্চিত নাম বলতে পারছেন না কোনো নেতাই।

আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য নিউজ লাইট ৭১ কে বলেন, দলের মধ্যে এখন যারা সাধারণ সম্পাদকের তালিকায় আলোচনায় আছেন তাদের কেউ দলীয় সভাপতির কোনো ইঙ্গিতপ্রাপ্ত নন। নিজেদের অনুসারীদের প্রচারের কারণে শুধু নাম শোনা যাচ্ছে। ফলে চ‚ড়ান্তভাবে কে আসছেন এই পদে সে ব্যাপারে নিশ্চিত তথ্য কারও কাছে নেই। আওয়ামী লীগের দলীয় কার্যালয় ঘুরে ও নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কারও সাধারণ সম্পাদকের পদে আসার সম্ভাবনাই বেশি। রাজনৈতিক বিবেচনায় তাই হওয়ার সম্ভাবনাই বেশি বলে দাবি করেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীর শেখ হাসিনার প্রতি আস্থা রয়েছে। ফলে আগে জানার কৌতূহল থাকলেও সিদ্ধান্ত সঠিকই হবে বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য নিউজ লাইট ৭১ কে বলেন, শেখ হাসিনার বিবেচনায় বর্তমান সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর দুই নেতা ও একজন কেন্দ্রীয় সদস্য রয়েছেন। এই চারজনের সবাই সমান মানদণ্ডে আছেন। তাই বলা মুশকিল কার ভাগ্যে জুটছে এ দায়িত্ব।