ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • / 29

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে অক্টোবর মাসে। এবারের আসরে বাংলাদেশ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। তবে মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানরা।

গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রস্তুতি মূলক দুই ম্যাচের প্রথমটিতে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালান বোর্ডার মাঠে। ঠিক পরের দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল এবং ১৯ অক্টোবর দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে।

এছাড়া বাংলাদেশ দলের মতোই প্রতিটি দলের জন্য থাকছে দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচ। প্রস্তুতি ম্যাচগুলোতে গ্যালারিতে থাকবে না কোনও দর্শক। তবে গ্যাবায় চার প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইসিসির গ্লোবাল ব্রডকাস্টার পার্টনার স্টার স্পোর্টস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে অক্টোবর মাসে। এবারের আসরে বাংলাদেশ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। তবে মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানরা।

গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রস্তুতি মূলক দুই ম্যাচের প্রথমটিতে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালান বোর্ডার মাঠে। ঠিক পরের দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল এবং ১৯ অক্টোবর দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে।

এছাড়া বাংলাদেশ দলের মতোই প্রতিটি দলের জন্য থাকছে দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচ। প্রস্তুতি ম্যাচগুলোতে গ্যালারিতে থাকবে না কোনও দর্শক। তবে গ্যাবায় চার প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইসিসির গ্লোবাল ব্রডকাস্টার পার্টনার স্টার স্পোর্টস।

নিউজ লাইট ৭১