মুনার মৃত্যুর চারদিন পর আদালতে স্বামীর আত্মসমর্পণ
- আপডেট টাইম : ১১:১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / 29
কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে প্রভাষক তাহমিনা মুনার (৩২) মৃত্যুর ৪ দিন পর স্বামী সুমন সালাউদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার কুমিল্লার আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান ও কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ সেপ্টম্বের) রাতে মুনার ভগ্নিপতি তারেকুল ইসলাম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক হানিফ সরকার বলেন, সুমন সালাউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করেছেন বলে খবর পেয়েছি। তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরের শুনানিতে রায় দেবেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, মুনার স্বামী সুমন সালাউদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে রিমান্ডের খবর পাইনি। তিনি আমাদের হেফাজতে আছেন।
অগ্নিদগদ্ধ হয়ে নিহত মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনুসের মেয়ে। অভিযুক্ত সুমন সালাউদ্দিন জেলার চান্দিনা উপজেলার হারং ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
নিউজ লাইট ৭১