সাবেক আইজিপির বাড়িতে ডাকাতি
- আপডেট টাইম : ০৩:৩৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 25
হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় পুলিশের সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট ) ভোরে সাবেক আইজিপির ভাতিজা সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর বসত ঘরে এই ডাকাতি সংঘটিত হয়।
বুধবার (২৪ আগস্ট ) ভোরে সাবেক আইজিপির ভাতিজা সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর বসত ঘরে এই ডাকাতি সংঘটিত হয়।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন।প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,বুধবার ভোর রাতে একদল ডাকাতদল তার ঘরে ঢুকে তার স্ত্রী ও মাকে রামদা দেখিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে ফেলে৷ এসময় ডাকাতরা তার স্কুল পড়ুয়া ভাগ্নেকে ধরে চোখ ও হাত-পা বেধে ফেলে৷
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল সাবেক আইজিপির বাড়িতে যান। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ওসি বলেন, এ ঘটনায় জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় কয়েক লক্ষাধিক টাকার লুটপাটের অভিযোগ করা হয়েছে।
নিউজ লাইট ৭১