ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লৈঙ্গিক সমতা অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • / 95

নিউজ লাইট ৭১ রিপোর্ট: লৈঙ্গিক সমতা অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। সারাবিশ্বের সব দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৫০তম। ৭২ দশমিক ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে রয়েছে বাংলাদেশ। এটি রাজনৈতিক ক্ষমতায়ন অংশে বাংলাদেশের অবস্থান ওপরে নিয়ে আসতে ভূমিকা রেখেছে।

সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে নেপাল, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান, দেশটির অবস্থান ১৫১ তে।

১৫৩টি দেশের নারী ও পুরুষের লিঙ্গ বৈষম্য দূরীকরণ বিষয়ক ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশের এই অবস্থান অবস্থান উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিশ্বের একমাত্র দেশ, যেখানে বিগত ৫০ বছরে শীর্ষস্থানে পুরুষদের তুলনায় নারীরা দীর্ঘকালীন মেয়াদে রয়েছেন। নিঃসন্দেহে বলা যায়, রাজনৈতিক ক্ষমতায়নে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মহাদেশের হিসেবে পশ্চিম ইউরোপ ৭৬ দশমিক ৭ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে প্রথম অবস্থানে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকা (৭২ দশমিক ৯), তৃতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকা (৭২ দশমিক ২)।

এরপরের অবস্থানগুলোতে রয়েছে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া (৭১ দশমিক ৩), সাব-সাহারা আফ্রিকা (৬৮ দশমিক ২), সাউথ এশিয়া (৬৬ দশমিক ১) এবং ৬০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট নিয়ে মধ্য পূর্ব ও উত্তর আফ্রিকা আছে সবার শেষে।

এই সূচক নির্ধারণে চারটি বিষয় বিবেচনায় রাখা হয়- অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ; শিক্ষাগত সাফল্য; স্বাস্থ্য ও প্রতিকূলতার মধ্যে টিকে থাকা; এবং রাজনৈতিক ক্ষমতায়ন। একইসঙ্গে চলতি বছরের প্রতিবেদনে ভবিষ্যতের বিভিন্ন পেশায় লৈঙ্গিক অসমতার দিকটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, আমাদের মধ্যে অনেকেই তাদের বা তাদের সন্তানদের জীবদ্দশায় লৈঙ্গিক সমতা দেখে যেতে পারবেন না। জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২০ অনুযায়ী আগামী ৯৯ দশমিক ৫ বছরের মধ্যেও লৈঙ্গিক সমতা অর্জিত হবে না।

অন্যদিকে, লৈঙ্গিক সমতায় ১১ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে আইসল্যান্ড। উন্নতি করেছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, ইথিওপিয়া, মালি, মেক্সিকো ও স্পেন।

ডাব্লিউইএফের প্রতিবেদন অনুযায়ী, লৈঙ্গিক সমতা সূচকে বাংলাদেশ আগের বছরের চেয়ে শূন্য দশমিক ৪ শতাংশ এগিয়েছে। তবে অন্য দেশগুলোর অগ্রগতির কারণে সার্বিকভাবে অবস্থান পিছিয়েছে আগের তুলনায় দুই ধাপ। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই রয়েছে শীর্ষে।

Tag :

শেয়ার করুন

লৈঙ্গিক সমতা অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ।

আপডেট টাইম : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ রিপোর্ট: লৈঙ্গিক সমতা অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। সারাবিশ্বের সব দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৫০তম। ৭২ দশমিক ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে রয়েছে বাংলাদেশ। এটি রাজনৈতিক ক্ষমতায়ন অংশে বাংলাদেশের অবস্থান ওপরে নিয়ে আসতে ভূমিকা রেখেছে।

সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে নেপাল, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান, দেশটির অবস্থান ১৫১ তে।

১৫৩টি দেশের নারী ও পুরুষের লিঙ্গ বৈষম্য দূরীকরণ বিষয়ক ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশের এই অবস্থান অবস্থান উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিশ্বের একমাত্র দেশ, যেখানে বিগত ৫০ বছরে শীর্ষস্থানে পুরুষদের তুলনায় নারীরা দীর্ঘকালীন মেয়াদে রয়েছেন। নিঃসন্দেহে বলা যায়, রাজনৈতিক ক্ষমতায়নে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মহাদেশের হিসেবে পশ্চিম ইউরোপ ৭৬ দশমিক ৭ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে প্রথম অবস্থানে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকা (৭২ দশমিক ৯), তৃতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকা (৭২ দশমিক ২)।

এরপরের অবস্থানগুলোতে রয়েছে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া (৭১ দশমিক ৩), সাব-সাহারা আফ্রিকা (৬৮ দশমিক ২), সাউথ এশিয়া (৬৬ দশমিক ১) এবং ৬০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট নিয়ে মধ্য পূর্ব ও উত্তর আফ্রিকা আছে সবার শেষে।

এই সূচক নির্ধারণে চারটি বিষয় বিবেচনায় রাখা হয়- অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ; শিক্ষাগত সাফল্য; স্বাস্থ্য ও প্রতিকূলতার মধ্যে টিকে থাকা; এবং রাজনৈতিক ক্ষমতায়ন। একইসঙ্গে চলতি বছরের প্রতিবেদনে ভবিষ্যতের বিভিন্ন পেশায় লৈঙ্গিক অসমতার দিকটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, আমাদের মধ্যে অনেকেই তাদের বা তাদের সন্তানদের জীবদ্দশায় লৈঙ্গিক সমতা দেখে যেতে পারবেন না। জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২০ অনুযায়ী আগামী ৯৯ দশমিক ৫ বছরের মধ্যেও লৈঙ্গিক সমতা অর্জিত হবে না।

অন্যদিকে, লৈঙ্গিক সমতায় ১১ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে আইসল্যান্ড। উন্নতি করেছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, ইথিওপিয়া, মালি, মেক্সিকো ও স্পেন।

ডাব্লিউইএফের প্রতিবেদন অনুযায়ী, লৈঙ্গিক সমতা সূচকে বাংলাদেশ আগের বছরের চেয়ে শূন্য দশমিক ৪ শতাংশ এগিয়েছে। তবে অন্য দেশগুলোর অগ্রগতির কারণে সার্বিকভাবে অবস্থান পিছিয়েছে আগের তুলনায় দুই ধাপ। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই রয়েছে শীর্ষে।