ধর্ষণের শিকার যুবতী
- আপডেট টাইম : ০৫:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- / 32
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক যুবতী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবতীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১১ টার দিকে বাখরপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
ধর্ষণের শিকার যুবতী জানায়, অন্যান্য দিনের মতো ওই রাতেও তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। তার পরিবারের লোকজন বাড়ি থাকার সুযোগে একই গ্রামের আফজল মিয়া নামের এক টমটম চালক ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তিনি বাঁধা দিলে তাকে মারধর করে। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় সে পালিয়ে যায়।
এদিকে, এ ঘটনায় ওই মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সারোয়ার হোসেন খান বলেন, ধর্ষণের অভিযোগে শায়েস্তাগঞ্জের এক মেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো। পরীক্ষা নিরিক্ষার পর জানা যাবে সে ধর্ষণ হয়েছে কি না।
নিউজ লাইট ৭১