ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • / 31

ছবি: নিউজ লাইট ৭১

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রেপ্তার এড়াতে গত ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এরপর গত ১০ বছর ধরে তিনি পলাতক রয়েছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম থানার কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রেপ্তার এড়াতে গত ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জাকির হোসেন সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এরপর গত ১০ বছর ধরে তিনি পলাতক রয়েছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম থানার কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হবে।

নিউজ লাইট ৭১