মোবাইল নম্বর ক্লোন করা হ্যাকার গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / 34
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে দুর্গাপুর পৌরসভার জনৈক সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে ফোন করে সরকারি কাজ দেওয়ার কথা বলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া সেই হ্যাকার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হ্যাকারের নাম রাকিবুল ইসলাম। সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মহিষামুড়ি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশে টিম রাজশাহী কাজ শুরু করে এবং লালমনিরহাট জেলার আদিতমারী ও কালিগঞ্জ এলাকায় কিছু ক্লু পাওয়া যায়। এরপর পুলিশ সদর দফতরের এলআইসি শাখা এবং ‘নগদ’ এর লিগ্যাল উইং এর সহযোগিতায় হ্যাকারকে শনাক্ত করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোকতারুলের সহযোগিতা এবং কালিগঞ্জ থানার এএসআই সেলিমের কৃতিত্বে মোবাইল নম্বর ক্লোনকারী হ্যাকারকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রাকিবুলের নামে একই অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সে হ্যাকার হিসেবে পরিচিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিউজ লাইট ৭১