শিরোনাম :
হাইকোর্ট নিষিদ্ধ করেছেন ট্রেনের ছাদে যাত্রী ওঠা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 30
হাইকোর্ট নিষিদ্ধ করেছেন ট্রেনের ছাদে যাত্রী ওঠা।কোনো যাত্রী ট্রেনের ছাদে পরিবহন করলে চাকরিচ্যুত করা হবে দায়িত্বরত রেলের কর্মকর্তাদের।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা করেন।
আদালত জানায়, ট্টেনের ছাদে যাত্রী পরিবহন আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী পরিবহন ও টিকিটের কালোবাজারি বন্ধে কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে তা ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে আদালত ওইদিন পরবর্তী আদেশ দেবেন।
এদিকে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
নিউজ লাইট ৭১
Tag :