ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গুগল ডুডলে অস্কার সালা’কে শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / 29

ইলেট্রনিক মিউজিকের অগ্রদূত অস্কার সালা

গুগল ডুডলে আজ শ্রদ্ধা জানানো হল জার্মানির বিখ্যাত পদার্থবিদ, ইলেট্রনিক মিউজিকের অগ্রদূত অস্কার সালা’কে। অস্কার সালা তার ১১২ তম জন্মদিনে ডুডলের মাধ্যমে এই বিশিষ্ট প্রতিভাকে শ্রদ্ধা জানাল গুগল।

মিক্সচার-ট্রাউটনিয়াম নামের এক প্রযুক্তির উদ্ভাবক তিনি। এর ফলে টেলিভিশন রেডিও ও ফিল্মের প্রযুক্তিতে অনেক পদল আসে। এমন এক বদল, যার হাত ধরে এগিয়ে গিয়েছে পরবর্তী শব্দ-প্রযুক্তি।

১৯১০ সালে জার্মানিতে জন্ম সালার। তার বাবা ছিলেন চক্ষুরোগবিশেষজ্ঞ। তবে তার বাবার মধ্যে সংগীতপ্রতিভা ছিল। আর তার মা ছিলেন গায়িকা। বাবা-মায়ের এই সংগীতপ্রতিভা তাকে প্রভাবিত করেছিল সন্দেহ নেই।

প্রথমেই হাতে তুলে নিয়েছিলেন ভায়োলিন এবং পিয়ানো। তখন তিনি মাত্র ১৪ বছরের এক কিশোর। সংগীতচর্চার ফাঁকেই ঢুকে পড়ল ট্রাউটনিয়ামের মোহময় টান। সে হাত এড়াতে না পেরে সালা পড়তে শুরু করে দিলেন পদার্থবিদ।

কী এই মিক্সচার-ট্রাউটনিয়াম?

এটা আসলে একটা সাউন্ড মিক্সিং টেকনোলজি। ধরা যাক, এমন একটা সাউন্ডস্কেপ তৈরি করতে হবে, যেখানে একসঙ্গে থাকবে পাখির ডাক, হাতুড়ি পেটানোর শব্দ, দরজা-জানলা ঝাপটানোর শব্দ। মিক্সচার-ট্রাউটনিয়াম এই কাজটা অনায়াসে করে দেবে। এই পদ্ধতিই উদ্ভাবন করে সাউন্ড মিক্সিংকে কয়েক যুগে এগিয়ে দিয়েছিলেন সালা।

শব্দ নিয়ে সালার মনে রাখার মতো কাজ হল রোজমেরি (১৯৫৯) এবং দ্য বার্ডস (১৯৬২) ছবির মিউজিক এবং আবহ রচনা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গুগল ডুডলে অস্কার সালা’কে শ্রদ্ধা

আপডেট টাইম : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

গুগল ডুডলে আজ শ্রদ্ধা জানানো হল জার্মানির বিখ্যাত পদার্থবিদ, ইলেট্রনিক মিউজিকের অগ্রদূত অস্কার সালা’কে। অস্কার সালা তার ১১২ তম জন্মদিনে ডুডলের মাধ্যমে এই বিশিষ্ট প্রতিভাকে শ্রদ্ধা জানাল গুগল।

মিক্সচার-ট্রাউটনিয়াম নামের এক প্রযুক্তির উদ্ভাবক তিনি। এর ফলে টেলিভিশন রেডিও ও ফিল্মের প্রযুক্তিতে অনেক পদল আসে। এমন এক বদল, যার হাত ধরে এগিয়ে গিয়েছে পরবর্তী শব্দ-প্রযুক্তি।

১৯১০ সালে জার্মানিতে জন্ম সালার। তার বাবা ছিলেন চক্ষুরোগবিশেষজ্ঞ। তবে তার বাবার মধ্যে সংগীতপ্রতিভা ছিল। আর তার মা ছিলেন গায়িকা। বাবা-মায়ের এই সংগীতপ্রতিভা তাকে প্রভাবিত করেছিল সন্দেহ নেই।

প্রথমেই হাতে তুলে নিয়েছিলেন ভায়োলিন এবং পিয়ানো। তখন তিনি মাত্র ১৪ বছরের এক কিশোর। সংগীতচর্চার ফাঁকেই ঢুকে পড়ল ট্রাউটনিয়ামের মোহময় টান। সে হাত এড়াতে না পেরে সালা পড়তে শুরু করে দিলেন পদার্থবিদ।

কী এই মিক্সচার-ট্রাউটনিয়াম?

এটা আসলে একটা সাউন্ড মিক্সিং টেকনোলজি। ধরা যাক, এমন একটা সাউন্ডস্কেপ তৈরি করতে হবে, যেখানে একসঙ্গে থাকবে পাখির ডাক, হাতুড়ি পেটানোর শব্দ, দরজা-জানলা ঝাপটানোর শব্দ। মিক্সচার-ট্রাউটনিয়াম এই কাজটা অনায়াসে করে দেবে। এই পদ্ধতিই উদ্ভাবন করে সাউন্ড মিক্সিংকে কয়েক যুগে এগিয়ে দিয়েছিলেন সালা।

শব্দ নিয়ে সালার মনে রাখার মতো কাজ হল রোজমেরি (১৯৫৯) এবং দ্য বার্ডস (১৯৬২) ছবির মিউজিক এবং আবহ রচনা।

নিউজ লাইট ৭১