পাথর বোঝাই বিদেশি জাহাজ সমুদ্রে ভাসছে
- আপডেট টাইম : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / 31
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে ভেসে এসেছে “আলকু্বতান” নামে একটি বিদেশি বিশাল জাহাজ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বিছিন্ন দ্বীপ চরনিজামের পূর্ব পাশে স্থানীয়রা জাহাজটি ভাসমান অবস্থায় দেখতে পায়। লোকজনবিহীন জাহাজে রয়েছে একটি ভেকু মেশিন, একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।
স্থানীয়দের ধারণা জাহাজটিতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে। জাহাজটি ভাসমান অবস্থায় এবং লোকহীন দেখে লোকজন স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়।
ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানায়। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালছে।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান রাহুল বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের বিদেশি জাহাজ চরনিজামে ভেসে এসেছে শুনছি।
চরমানিকা কোষ্টগার্ডসহ স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানা পুলিশের হেফাজতে পাহারার ব্যবস্থা করা হবে।
নিউজ লাইট ৭১