রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আপডেট টাইম : ১০:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / 31
শেরপুরের নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিয়া বেগম কালনী (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার মধ্য নকলা গ্রামে এ ঘটনা ঘটে। কালনী তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার পবিত্র ইদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি থেকে বের হয়। পরে রাজিয়া বেগম কালনী রাইসকুকারে রান্না করতে যায়। কিন্তু আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকে রাইসকুকার। এ সময় রাজিয়া রাইসকুকারে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নকলা থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) তাপস কুমার বণিক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে রাজিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
নিউজ লাইট ৭১