ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত
- আপডেট টাইম : ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / 31
পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে নদীর পানি স্বাভাবিকের চেয়ে উচ্চতা তিন-চার ফুট বৃদ্ধি পেয়েছে। এতে ভোলার চরফ্যাশন উপজেলার অন্তত ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে রয়েছে প্রায় ৩০ হাজার মানুষ।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টায় পূর্ণিমা শুরু হয়। পূর্ণিমার কারণে বাড়তে শুরু করে প্রতিটি নদ-নদীর পানির উচ্চতা। বেড়েছে বাতাসের চাপও। গ্রামের সড়কগুলো প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। এ ছাড়া ফসিল জমি, মাছের ঘের, পুকুর ডুবে গেছে। ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে জোয়ারের ঢেউয়ের ঝাপটায় চরমানিকা ইউনিয়নের নবীনগর সড়কসহ বেশ কিছু সড়ক নষ্ট হয়ে গেছে, সেই সাথে গাছপালা এবং দোকারঘর ভেঙে গেছে। এদিকে পূর্ণিমার প্রভাবে কোমরপানিতে ডুবে রয়েছে ঢালচর, চরপাতিলা, চরনিজাম, চরমাদ্রাজ, জাহানপুর, মুজিবনগর, নজরুল নগর,চরমানিকা ইউনিয়নের বেশ কিছু এলাকা। দিনে-রাতে দুবার জোয়ারের পানি প্লাবিত হওয়ায় বেড়ির বাইরে থাকা পরিবারগুলো রান্নাবান্না করতে না পেরে অর্ধহারে-অনাহার মানবেতর জীবনযাপন পার করছে। তবে দুইদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের কোনো ধরণের সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চলসহ বেড়িবাঁধের বাইরের এলাকার পরিবারগুলোর।