ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় দিনেও ফাঁকা ঢাকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / 28

ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে অফিস-আদালত। তবুও চিরচেনা যানজটের রাজধানী ঢাকা আজ ছিল ফাঁকা। কারণ, বাড়তি ছুটি নিয়ে অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। নাড়ির টানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় বদলে গেছে রাজধানীর চিত্র। তবে ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকা ফিরতে শুরু করেছে এসব মানুষ।

মঙ্গলবার সকালে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে তেমন যানবাহনের আধিক্য চোখে পড়েনি। উত্তরা, মিরপুর, গাবতলী ও ফার্মগেট ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহনের সংখ্যা কম। এসব এলাকার প্রায় সবগুলো মোড়ই ছিল ফাঁকা।

সরেজমিনে দেখা যায়, কোনো কোনো সড়কে মিনিবাস চলছে, তাও সংখ্যায় কম। তবে সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি রয়েছে প্রচুর। বেশকিছু গণপরিবহন দেখা গেলেও যাত্রী ছিল কম। ফাঁকা রাস্তা পেয়ে অনেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

এছাড়া অফিসপাড়া খ্যাত মতিঝিলও সুনসান। ঈদের ছুটির পরও এখনো সবাই অফিসে যোগ দেননি। সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে অনেকে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। অন্যান্য দিনের তুলনায় ঢাকার বাতাস ছিল নির্মল। গাড়ির হর্নও তেমন ছিল না।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তৃতীয় দিনেও ফাঁকা ঢাকা

আপডেট টাইম : ১১:৩০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে অফিস-আদালত। তবুও চিরচেনা যানজটের রাজধানী ঢাকা আজ ছিল ফাঁকা। কারণ, বাড়তি ছুটি নিয়ে অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। নাড়ির টানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় বদলে গেছে রাজধানীর চিত্র। তবে ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকা ফিরতে শুরু করেছে এসব মানুষ।

মঙ্গলবার সকালে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে তেমন যানবাহনের আধিক্য চোখে পড়েনি। উত্তরা, মিরপুর, গাবতলী ও ফার্মগেট ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহনের সংখ্যা কম। এসব এলাকার প্রায় সবগুলো মোড়ই ছিল ফাঁকা।

সরেজমিনে দেখা যায়, কোনো কোনো সড়কে মিনিবাস চলছে, তাও সংখ্যায় কম। তবে সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি রয়েছে প্রচুর। বেশকিছু গণপরিবহন দেখা গেলেও যাত্রী ছিল কম। ফাঁকা রাস্তা পেয়ে অনেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

এছাড়া অফিসপাড়া খ্যাত মতিঝিলও সুনসান। ঈদের ছুটির পরও এখনো সবাই অফিসে যোগ দেননি। সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে অনেকে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। অন্যান্য দিনের তুলনায় ঢাকার বাতাস ছিল নির্মল। গাড়ির হর্নও তেমন ছিল না।

নিউজ লাইট ৭১