দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি
- আপডেট টাইম : ১১:২১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / 25
দেশের বিভিন্ন স্থানে রবিবার (১০ জুলাই) পালিত হয় পবিত্র ইদুল আজহা। সেই হিসেবে সোমবার (১১ জুলাই) চলছে ইদের দ্বিতীয় দিন। সারাদেশে ইদের দ্বিতীয় দিনও যথারীতি চলছে পশু কুরবানি।
এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কুরবানি দিতে দেখা গেছে। ইদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কুরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামের বিধান অনুযায়ী, ইদের দিন ছাড়াও আরও দুদিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ইদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ইদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কুরবানি করছেন।
ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কুরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ইদের দিন পশু জবাই দিতে পারেননি, তারাই দ্বিতীয় দিনে কুরবানি দিচ্ছেন।
দ্বিতীয় দিনের কুরবানির সংখ্যা পুরান ঢাকায় বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায়ও দেখা গেছে কুরবানির ব্যস্ততা।
ইদের দ্বিতীয় দিন পশু কুরবানি দিচ্ছেন রাজধানীর সবুজবাগের আব্দুল মর্শেদ। তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের পারিবারিক ঐতিহ্য হিসাবে প্রতিবছর তিনটি গরু কুরবানি দেই। একটি ইদের দিন কুরবানি করেছি। আজ একটা দিচ্ছি; আগামীকালও আরেকটা কুরবানি করব। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন।
পুরান ঢাকার বংশাল এলাকার বাসিন্দা শামীম খান বলেন, গরু কিনছি ইদের আগের দিন রাতে। ইদের দিন কসাই পাই নাই। ইদের পরে দুই দিনও কুরবানি দেওয়া যায়। এজন্য আজ কুরবানি দিচ্ছি।
উত্তর বাড্ডা এলাকার বাড়ির সামনে রাস্তার পাশেই পশু কুরবানি দিয়েছেন রাশেদুল ইসলাম। তিনি বলেন, আমরা দুই ভাই দুটি গরু এনেছিলাম। এক সঙ্গে কাটতে সমস্যা, লোকবলের অভাব। তাই ইদের দিন বড় ভাইয়ের গরু কুরবানি দিয়েছি। আজ আমারটা কুরবানি করছি।
রাজধানীর মানিকনগর এলাকার মাদরাসার ছাত্র আশরাফুল ইসলাম বলেছেন, ইদের দিন ১৬টি গরু ও ৫টি ছাগল জবাই করেছি। আজকে (ইদের দ্বিতীয় দিন) সকাল থেকে এখন পর্যন্ত ৪টি গরু ও একটি ছাগল জবাই করে দিয়েছি।
রাজধানীর মৌসুমি কসাই জুয়েল বলেন, ইদের দিন তিনটি গরু দুটি খাসি জবাই করেছি। আজকে দুটির অর্ডার আছে। একটি বানানোর কাজ চলছে। শেষ হলে আরেকটি ১২টার দিকে কাটব।
উল্লেখ্য, মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি পবিত্র ইদুল আজহা। সারাবিশ্বের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভের জন্য হজরত ইব্রাহিমের (আ.) পুত্রকে কুরবানির প্রতীকী ত্যাগের ঐতিহ্য অনুসরণে ১০ জিলহজ পশু কুরবানি দিয়ে থাকেন।
নিউজ লাইট ৭১