মাদক কারবারি আটক
- আপডেট টাইম : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / 34
নওগাঁর রাণীনগরে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফরহাদ হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৬ জুন) রাত ১১ টায় উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটককৃত ফরহাদ হোসেন উপজেলার সদরের বিষ্ণপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান, মাদক বিক্রির উদ্দেশ্যে ফরহাদ সদরের রেলগেট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে স্থানীয় লোকজনের সহায়তায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফরহাদ হোসেনকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, আটক ফরহাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার (২৭ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ফরহাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন আইনে পূর্বের ৬টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নিউজ লাইট ৭১