ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার পানি বিপৎসীমার উপরে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / 34

লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার ১৪ সে. মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৪ সে. মি উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল এলাকার প্রায় তিনশত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ইতিমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পানি বিপদসীমার কাছাকাছি ছিলো। পরে বিকেল ৩ টার দিকে পানি বিপদসীমা কাছাকাছি প্রবাহিত হতে থাকে। রাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে শুক্রবার দুপরে তা কমে বিপদসীমার ৫ সে. মি উপরে রেকর্ড করা হয়েছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন ছোট ছোট নদী ও খাল, ডোবার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী পরিবার গুলো চলাচল ও রান্নাসহ দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজানের নিজ শেখ সুন্দর, ফকিরপাড়া ইউপির রানীগঞ্জের ৭ ও ৮ নং ওয়ার্ড, সিংঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্ণা পাটিকাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী, ডাউয়াবাড়ী ইউনিয়রের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলার চর সিন্দুর্নার আনোয়ার হোসেন বলেন, তিস্তা নদীর পানি বৃহস্পতিবার বিকেল থেকে হুহু করে বাড়তে শুরু করে। নদীর তীরবর্তী বাড়ি হওয়ায় কয়েকদিন থেকে রাতে ঘুমাতে পারছিনা। গত রাতে পানি বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়িতে পানি উঠেছে।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে ক্রমশ তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। এতে আমার ওয়ার্ডের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উজানের ঢল ও টানা বৃষ্টিতে পানি বেড়েছে। পানিবন্দী মানুষদেরকে সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও বন্যা মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তিস্তার পানি বিপৎসীমার উপরে

আপডেট টাইম : ০৫:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার ১৪ সে. মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৪ সে. মি উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল এলাকার প্রায় তিনশত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ইতিমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পানি বিপদসীমার কাছাকাছি ছিলো। পরে বিকেল ৩ টার দিকে পানি বিপদসীমা কাছাকাছি প্রবাহিত হতে থাকে। রাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে শুক্রবার দুপরে তা কমে বিপদসীমার ৫ সে. মি উপরে রেকর্ড করা হয়েছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন ছোট ছোট নদী ও খাল, ডোবার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী পরিবার গুলো চলাচল ও রান্নাসহ দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজানের নিজ শেখ সুন্দর, ফকিরপাড়া ইউপির রানীগঞ্জের ৭ ও ৮ নং ওয়ার্ড, সিংঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্ণা পাটিকাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী, ডাউয়াবাড়ী ইউনিয়রের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলার চর সিন্দুর্নার আনোয়ার হোসেন বলেন, তিস্তা নদীর পানি বৃহস্পতিবার বিকেল থেকে হুহু করে বাড়তে শুরু করে। নদীর তীরবর্তী বাড়ি হওয়ায় কয়েকদিন থেকে রাতে ঘুমাতে পারছিনা। গত রাতে পানি বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়িতে পানি উঠেছে।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে ক্রমশ তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে। এতে আমার ওয়ার্ডের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উজানের ঢল ও টানা বৃষ্টিতে পানি বেড়েছে। পানিবন্দী মানুষদেরকে সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও বন্যা মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১