ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • / 88

নিউজ লাইট ৭১ ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। আসন সংখ্যা আরো বাড়িয়ে যুক্তরাজ্যে ক্ষমতায় ফিরেছেন বরিস জনসন। এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে দেয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এ জয়ের মাধ্যমেই বোঝা যায় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের মানুষের ভরসা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধেও যুক্তরাজ্যের ভূমিকা ছিল।

বিবৃতিতে ২০১৮ সালে জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে ২০২০ সালে অনুষ্ঠেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বরিস জনসনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সময়ে বৃহস্পতিবার রাত ১০টায় শেষ হয়েছে সাধারণ নির্বাচন৷ তার পর থেকেই একে একে আসতে শুরু করে বুথ ফেরত সমীক্ষা৷ তাতেই স্পষ্ট হয়ে যায়, করবিনের লেবার পার্টির ক্ষমতায় আসার কার্যত কোনো সম্ভাবনা নেই৷ বিপুল ভোটে ক্ষমতায় ফিরছেন বরিস জনসন৷

বস্তুত, যুক্তরাজ্যের ইতিহাসে শেষ এত বড় জয় পেয়েছিলেন ১৯৮৭ সালে মার্গারেট থ্যাচার৷ নির্বাচনে কনজারভেটিভরা ভালো করবেন, এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। বরিসের জয়ে তা প্রমাণিত হয়েছে।

Tag :

শেয়ার করুন

বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপডেট টাইম : ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। আসন সংখ্যা আরো বাড়িয়ে যুক্তরাজ্যে ক্ষমতায় ফিরেছেন বরিস জনসন। এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে দেয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এ জয়ের মাধ্যমেই বোঝা যায় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের মানুষের ভরসা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধেও যুক্তরাজ্যের ভূমিকা ছিল।

বিবৃতিতে ২০১৮ সালে জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে ২০২০ সালে অনুষ্ঠেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বরিস জনসনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সময়ে বৃহস্পতিবার রাত ১০টায় শেষ হয়েছে সাধারণ নির্বাচন৷ তার পর থেকেই একে একে আসতে শুরু করে বুথ ফেরত সমীক্ষা৷ তাতেই স্পষ্ট হয়ে যায়, করবিনের লেবার পার্টির ক্ষমতায় আসার কার্যত কোনো সম্ভাবনা নেই৷ বিপুল ভোটে ক্ষমতায় ফিরছেন বরিস জনসন৷

বস্তুত, যুক্তরাজ্যের ইতিহাসে শেষ এত বড় জয় পেয়েছিলেন ১৯৮৭ সালে মার্গারেট থ্যাচার৷ নির্বাচনে কনজারভেটিভরা ভালো করবেন, এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। বরিসের জয়ে তা প্রমাণিত হয়েছে।