ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / 29

রাজধানীর ডেমরায় ছিনতাইকারী সন্দেহে মো. রাকিব মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব মিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে। তিনি ডেমরার পাইকি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জুবায়ের হোসেন জানান, ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন রাকিব মিয়া। এসময় মোবাইল ছিনতাইকারী সন্দেহে তাকে ইট দিয়ে আঘাত করেন স্থানীয়রা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মারধরের শিকার এক যুবককে হাসপাতালে আনা হয়। ঢামেকে আনার পরই তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় শাহিন ও নাজমুল নামে দুজনকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ১২:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

রাজধানীর ডেমরায় ছিনতাইকারী সন্দেহে মো. রাকিব মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব মিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে। তিনি ডেমরার পাইকি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জুবায়ের হোসেন জানান, ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন রাকিব মিয়া। এসময় মোবাইল ছিনতাইকারী সন্দেহে তাকে ইট দিয়ে আঘাত করেন স্থানীয়রা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মারধরের শিকার এক যুবককে হাসপাতালে আনা হয়। ঢামেকে আনার পরই তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় শাহিন ও নাজমুল নামে দুজনকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।

নিউজ লাইট ৭১