শিক্ষা প্রসারের সরকারের তুলনা অবিস্মরণী
- আপডেট টাইম : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / 33
বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার প্রসারের অবিস্মরণীয় অবদান রাখছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক এবং সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম৷
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরবৈশাখী থানার হাট দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্লাহ (বি কম), চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি আবুল খায়ের, মোস্তফা কামাল জুয়েল মেম্বার, শাহাব উদ্দিন, মিরাজ উদ্দিন মোক্তারসহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ৷
বিদায়ী শিক্ষার্থীদের পরামর্শমুলক বক্তব্যের এক পর্যায়ে প্রধান অতিথি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাসার জন্য একটি বহুতল ভবন করার প্রতিশ্রুতি দেন অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
নিউজ লাইট ৭১