ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘তালাশ’ প্রেমসম্পর্কীয় সিনেমা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / 29

‘তালাশ’ সম্পর্কে বলতে গিয়ে ছবিটির নায়িকা বুবলী জানান, ‘তালাশ’ প্রেমসম্পর্কীয় সিনেমা। যারা কোনও না কোনোভাবে এ সম্পর্কে জড়িয়েছেন, তাদের জন্য এ সিনেমা। এটা একটি সমসাময়িক সিনেমার গল্প।

সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নায়িকা বুবলী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ভালবেসেছেন, কিংবা যারা জীবনে ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন তাদের সবার জন্য এই সিনেমাটি। এছাড়া যারা মিউজিক ভালোবাসেন তাদের কাছে ছবিটি খুব ভালো লাগবে। আমরা অনেকে ভালোবেসে কাজটি করেছি। আমার মতে, সৈকত নাসির খুব স্মার্ট একজন পরিচালক। দর্শকদের আহ্বান করবো প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। যদি ভালো না লাগে তাহলে গঠনমূলক সমালোচনা করুন।’

সৈকত নাসির বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজেদের সর্বোচ্চ করেছেন। বাকিটা দর্শক হলে যাওয়ার পর বুঝতে পারবেন।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নির্মাতা শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান, জাকির হোসেন রাজু, চিত্রনায়িকা বুবলীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

আগামী শুক্রবার (১৭ জুন) দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। এখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন তারা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

‘তালাশ’ প্রেমসম্পর্কীয় সিনেমা

আপডেট টাইম : ০১:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

‘তালাশ’ সম্পর্কে বলতে গিয়ে ছবিটির নায়িকা বুবলী জানান, ‘তালাশ’ প্রেমসম্পর্কীয় সিনেমা। যারা কোনও না কোনোভাবে এ সম্পর্কে জড়িয়েছেন, তাদের জন্য এ সিনেমা। এটা একটি সমসাময়িক সিনেমার গল্প।

সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নায়িকা বুবলী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ভালবেসেছেন, কিংবা যারা জীবনে ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন তাদের সবার জন্য এই সিনেমাটি। এছাড়া যারা মিউজিক ভালোবাসেন তাদের কাছে ছবিটি খুব ভালো লাগবে। আমরা অনেকে ভালোবেসে কাজটি করেছি। আমার মতে, সৈকত নাসির খুব স্মার্ট একজন পরিচালক। দর্শকদের আহ্বান করবো প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। যদি ভালো না লাগে তাহলে গঠনমূলক সমালোচনা করুন।’

সৈকত নাসির বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজেদের সর্বোচ্চ করেছেন। বাকিটা দর্শক হলে যাওয়ার পর বুঝতে পারবেন।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নির্মাতা শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান, জাকির হোসেন রাজু, চিত্রনায়িকা বুবলীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

আগামী শুক্রবার (১৭ জুন) দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। এখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন তারা।

নিউজ লাইট ৭১