ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • / 25

ছবি- সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তিনি রাজধানীর মহাখালীতে ব্যাচেলর ফ্ল্যাটে থাকতেন।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল এলাকায় মরদেহটি প্রথম দেখতে পাওয়া যায়। পরে পৌনে দশটার দিকে পুলিশ এসে মরহদেহটিকে উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন সংলগ্ন হাতিরঝিল লেকপাড়ে এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

পুলিশের ধারণা অনুযায়ী, আবদুল বারীকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে তিনি প্রাণ বাঁচাতে পানিতে ঝাপ দেন। এক পর্যায়ে পানি থেকে লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ এবং প্রাপ্ত আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ লাইট ৭১

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

 

Tag :

শেয়ার করুন

ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তিনি রাজধানীর মহাখালীতে ব্যাচেলর ফ্ল্যাটে থাকতেন।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল এলাকায় মরদেহটি প্রথম দেখতে পাওয়া যায়। পরে পৌনে দশটার দিকে পুলিশ এসে মরহদেহটিকে উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন সংলগ্ন হাতিরঝিল লেকপাড়ে এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

পুলিশের ধারণা অনুযায়ী, আবদুল বারীকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে তিনি প্রাণ বাঁচাতে পানিতে ঝাপ দেন। এক পর্যায়ে পানি থেকে লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ এবং প্রাপ্ত আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ লাইট ৭১

 

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button