যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট টাইম : ০১:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / 28
বরিশাল নগরীর কলেজ রোড থেকে নেশাজাতীয় বিভিন্ন ধরনের ৫০ পিস ইনজেকশনসহ আটককৃত রিগ্যান বৈরাগী কুন্ডকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা দমন ট্রাইব্যুনালের জজ এটিএম মুসা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিগ্যান নগরীর কলেজ রোডের খ্রিস্টান কলোনির মৃত রঞ্জিত বৈরাগীর ছেলে।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি লস্কর নুরুর হক জানান, ২০১৬ সনের ৬ সেপ্টেম্বর বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ কলেজ রোড এলাকার ভূইয়াবাড়ির সামনে আসামির দেহ তল্লাশি চালায়। এ সময় তার হাতে থাকা ব্যাগ থেকে ২০ পিস জি মরফিন, ২৫ পিস সেডিল ইনজেকশন ও ৫টি ফেনারগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওইদিন গোয়েন্দা পুলিশের এসআই মোস্তফা কামাল বাদী হয়ে একমাত্র রিগ্যানকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ৬ নভেম্বর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা তদন্ত শেষে রিগ্যানকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করলেন। একইসাথে রিগ্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নিউজ লাইট ৭১