ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রি: ২১ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • / 24

ছবি- সংগৃহীত

র‌্যাবের অভিযানে রাজধানীর বংশাল ও কোতোয়ালি এলাকায় অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রির দায়ে ২১ প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১০টা থেকে রাত ১১টা এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১০।

মঙ্গলবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে রাজধানীর বংশাল ও কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট এলাকায় এ সময় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করার অপরাধে সোহাদেব মেডিকেল হলকে নগদ ৫ লাখ টাকা, আর এস ড্রাগকে ১ লাখ ২ হাজার টাকা, অনিক ড্রাগকে ১ লাখ ২ হাজার টাকা, রাসেল মেডিসিনকে ১ লাখ ২ হাজার টাকা, রাইহান মেডিসিনকে ১ লাখ ২ হাজার টাকা, রাজ ফার্মাকে ১ লাখ ২ হাজার টাকা, সোহাগ ড্রাগকে ২ লাখ টাকা, বিসমিল্লাহ ড্রাগকে ১ লাখ ২ হাজার টাকা, নুরজাহান মেডিসিন কর্নারকে ১ লাখ ২ হাজার টাকা, জুনায়েদ মেডিকেল হলকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তৈয়বা ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, সোহাগ ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, মনির ট্রেডার্সকে ১ লাখ দুই হাজার টাকা, মুরাদ মেডিসিন কর্নারকে ১ লাখ ২ হাজার টাকা, মা-বাবার দোয়া ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, বিসমিল্লাহ ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, সুমাইয়া মেডিকেল হলকে ২ লাখ ৪ হাজার টাকা, গোডাউন জনসেবা মেডিকেলকে নগদ ৫ লাখ টাকা, নিয়ামত ফার্মেসিকে ২ লাখ টাকা, নোয়াব মেডিকেল স্টোরকে ১ লাখ ২ হাজার টাকা এবং আল-মালিক সার্জিক্যালকে ৫০ হাজার টাকাসহ মোট ২১টি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রি: ২১ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০৫:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

র‌্যাবের অভিযানে রাজধানীর বংশাল ও কোতোয়ালি এলাকায় অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রির দায়ে ২১ প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১০টা থেকে রাত ১১টা এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১০।

মঙ্গলবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে রাজধানীর বংশাল ও কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট এলাকায় এ সময় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করার অপরাধে সোহাদেব মেডিকেল হলকে নগদ ৫ লাখ টাকা, আর এস ড্রাগকে ১ লাখ ২ হাজার টাকা, অনিক ড্রাগকে ১ লাখ ২ হাজার টাকা, রাসেল মেডিসিনকে ১ লাখ ২ হাজার টাকা, রাইহান মেডিসিনকে ১ লাখ ২ হাজার টাকা, রাজ ফার্মাকে ১ লাখ ২ হাজার টাকা, সোহাগ ড্রাগকে ২ লাখ টাকা, বিসমিল্লাহ ড্রাগকে ১ লাখ ২ হাজার টাকা, নুরজাহান মেডিসিন কর্নারকে ১ লাখ ২ হাজার টাকা, জুনায়েদ মেডিকেল হলকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তৈয়বা ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, সোহাগ ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, মনির ট্রেডার্সকে ১ লাখ দুই হাজার টাকা, মুরাদ মেডিসিন কর্নারকে ১ লাখ ২ হাজার টাকা, মা-বাবার দোয়া ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, বিসমিল্লাহ ড্রাগ হাউজকে ১ লাখ ২ হাজার টাকা, সুমাইয়া মেডিকেল হলকে ২ লাখ ৪ হাজার টাকা, গোডাউন জনসেবা মেডিকেলকে নগদ ৫ লাখ টাকা, নিয়ামত ফার্মেসিকে ২ লাখ টাকা, নোয়াব মেডিকেল স্টোরকে ১ লাখ ২ হাজার টাকা এবং আল-মালিক সার্জিক্যালকে ৫০ হাজার টাকাসহ মোট ২১টি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজ লাইট ৭১