ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিচ্ছেদের ঘোষণা শাকিরার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / 29

পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক নচিকেতার গানের লিরিকের দু’লাইন ধার করে বলা যাক, ‘ভেঙে গেলে জোড়া যায় মন্দির-মসজিদ/ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না’। শাকিরার ক্ষেত্রেও তাই হলো।

বয়সের ব্যবধান সত্ত্বেও এতদিন ভালোবেসে যার সঙ্গে এক যুগ কাটিয়ে দিলেন, সেই জেরার্ড পিকের হাতেই হৃদয় ভাঙলো পপ সম্রাজ্ঞীর। কয়েক মাস আগে বার্সেলোনা তারকার পরকীয়ার জেরে দুজনের মধ্যে যে ফাটল দেখা দিয়েছিল, তা আর জোড়া লাগলো না।

পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন কলম্বিয়ান গায়িকা। বিবাহবন্ধনে আবদ্ধ না হয়েও ১২ বছরের সম্পর্কের ছেদ হলো দুজনের। বার্সা ডিফেন্ডার পিকে ও শাকিরার ঘরে রয়েছে দুই সন্তান। তাদের ভালোর জন্য দুজনে সিদ্ধান্ত নিয়েছেন  আলাদাভাবে থাকার।

এক বিবৃতিতে শাকিরা ও পিকে জানান, ‘অনুতপ্ততার সঙ্গে নিশ্চিত করছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানের ভালোর জন্য,যাদের জন্য রয়েছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা তাদের সম্মান ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি। আমাদের বিষয়টি বুঝবার জন্য ধন্যবাদ।’

কিছুদিন ধরে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম ধারাবাহিকভাবে জানিয়ে আসছে, বার্সেলোনা সতীর্থ ১৭ বছর বয়সী মিডফিল্ডার গাভির ৪৫ বছর বয়সী মায়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিকে।

তবে কাতালান দৈনিক এল পিরিওদিকো দাবি, এই তথ্য সত্য নয়। গাভির মা নন; নিজেদের ঘরের আরেক কক্ষে ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ধরা পড়েন পিকে। তার জন্য আলাদা বাসস্থান খুঁজে নিতে হয়েছে ৩৫ বছর বয়সী তারকা। আর এক সপ্তাহ ধরে ফের ব্যাচেলর জীবনে ফিরে বার্সার কায়ে মুনতানের অঞ্চলে ক্লাব সতীর্থ ও বন্ধুদের সঙ্গে জমিয়ে নাইট পার্টিতে মজেছেন তিনি।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পরিচয় শাকিরা-পিকের। এরপর থেকে একই ছাদের নিচে জীবন যাপন। অনেকের দাবি, ১০ বছরের বড় শাকিরার সঙ্গে আগের মতো যৌনজীবন উপভোগ না করায় পিকে পরকীয়ায় জড়িয়েছেন। তবে এই ঘটনায় এমন আহত হয়েছেন শাকিরা, হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিচ্ছেদের ঘোষণা শাকিরার

আপডেট টাইম : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক নচিকেতার গানের লিরিকের দু’লাইন ধার করে বলা যাক, ‘ভেঙে গেলে জোড়া যায় মন্দির-মসজিদ/ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না’। শাকিরার ক্ষেত্রেও তাই হলো।

বয়সের ব্যবধান সত্ত্বেও এতদিন ভালোবেসে যার সঙ্গে এক যুগ কাটিয়ে দিলেন, সেই জেরার্ড পিকের হাতেই হৃদয় ভাঙলো পপ সম্রাজ্ঞীর। কয়েক মাস আগে বার্সেলোনা তারকার পরকীয়ার জেরে দুজনের মধ্যে যে ফাটল দেখা দিয়েছিল, তা আর জোড়া লাগলো না।

পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন কলম্বিয়ান গায়িকা। বিবাহবন্ধনে আবদ্ধ না হয়েও ১২ বছরের সম্পর্কের ছেদ হলো দুজনের। বার্সা ডিফেন্ডার পিকে ও শাকিরার ঘরে রয়েছে দুই সন্তান। তাদের ভালোর জন্য দুজনে সিদ্ধান্ত নিয়েছেন  আলাদাভাবে থাকার।

এক বিবৃতিতে শাকিরা ও পিকে জানান, ‘অনুতপ্ততার সঙ্গে নিশ্চিত করছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানের ভালোর জন্য,যাদের জন্য রয়েছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা তাদের সম্মান ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি। আমাদের বিষয়টি বুঝবার জন্য ধন্যবাদ।’

কিছুদিন ধরে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম ধারাবাহিকভাবে জানিয়ে আসছে, বার্সেলোনা সতীর্থ ১৭ বছর বয়সী মিডফিল্ডার গাভির ৪৫ বছর বয়সী মায়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিকে।

তবে কাতালান দৈনিক এল পিরিওদিকো দাবি, এই তথ্য সত্য নয়। গাভির মা নন; নিজেদের ঘরের আরেক কক্ষে ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ধরা পড়েন পিকে। তার জন্য আলাদা বাসস্থান খুঁজে নিতে হয়েছে ৩৫ বছর বয়সী তারকা। আর এক সপ্তাহ ধরে ফের ব্যাচেলর জীবনে ফিরে বার্সার কায়ে মুনতানের অঞ্চলে ক্লাব সতীর্থ ও বন্ধুদের সঙ্গে জমিয়ে নাইট পার্টিতে মজেছেন তিনি।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পরিচয় শাকিরা-পিকের। এরপর থেকে একই ছাদের নিচে জীবন যাপন। অনেকের দাবি, ১০ বছরের বড় শাকিরার সঙ্গে আগের মতো যৌনজীবন উপভোগ না করায় পিকে পরকীয়ায় জড়িয়েছেন। তবে এই ঘটনায় এমন আহত হয়েছেন শাকিরা, হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।

নিউজ লাইট ৭১