মিমি দরগায়!
- আপডেট টাইম : ০৪:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / 26
পর্দায় নয়, বাস্তবে দেখা মিলল ‘মাসি’ মিমি চক্রবর্তীর। তিন বছরের ছোট্ট বোনঝি সৃষ্টিকে নিয়ে গোটা একটা দিন কাটিয়ে দিলেন! কী কী করলেন? দরগায় গিয়ে প্রথা মেনে প্রার্থনা জানিয়েছেন। বোনঝিকে কোলে নিয়ে বেশ কিছু ক্ষণ বসেওছেন দরগার ভিতরে। তার পরে এক সঙ্গে রিল বানিয়েছেন দু’জনে। পর্দার ‘মাসি’ বাস্তবে ধরা দিতেই আহ্লাদে আটখানা অনুরাগীরা।
২০১৯-এ দিদি সৌম্যশ্রী মা হন। বোনঝিকে দেখে সে দিন খুশিতে ডগমগ শাসকদলের সাংসদ। একরত্তিকে কোলে নিয়ে ছবি ভাগ করেছিলেন ইনস্টাগ্রামে। সেই বোনঝি ফ্রক পরে, পরিপাটি সেজে মাসির হাত ধরে বেড়াতে বেরিয়েছে! এই প্রথম সম্ভবত কোনও দরগা দেখল সৃষ্টি। হলদিবাড়ির হুজুর সাহেবের দরগায় মাসির ছায়াসঙ্গী সে। মাসি অপরূপা মিষ্টি গোলাপি সালোয়ার-কামিজে। মাথা ঢাকা নরম গোলাপি ওড়নায়। বোনঝি ঝলমলে সাদা ফ্রকে।
এর পরেই মাসি-বোনঝির সিঁড়িতে বসে আড্ডা। মিমির গা ঘেঁষে বসে বাস্তবের ‘মিনি’! কখনও নিজে সরে বসে সাংসদ-তারকাকে বসার জায়গা করে দিয়েছে। তার পরেই মাসির হাত ধরে নেমেছে সিঁড়ি দিয়ে। কোলে চেপে চলে এসেছে ফুলের বাগানে। ইশারায় দেখাতেই বোনঝিকে পর্দার নায়িকার উপহার দুটো গাঁদা ফুল! রিল আর ছবি নেটমাধ্যমে যথারীতি ভাইরাল।
নিউজ লাইট ৭১