সুপ্রিম কোর্টের সবকটি প্রবেশপথে কঠোর নিরাপত্তা
- আপডেট টাইম : ০২:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / 28
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংঘাত আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সবকটি প্রবেশপথে দেখা গেছে পুলিশের বাড়তি উপস্থিতি।
রোববার সকাল থেকে আইনজীবী ও সংশ্লিষ্টদের সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে হচ্ছে। বিচারপ্রার্থী কেউ প্রবেশ করতে গেলে মামলা সংক্রান্ত প্রাথমিক তথ্য জেনে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্টের নিরাপত্তা।
এদিকে, শিশু অ্যাকাডেমির পেছনে চার নেতার মাজার সংলগ্ন সুপ্রিম কোর্টের ন্যায় সরণির গেট ও আপিল বিভাগের সামনের প্রধান গেট বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র খোলা রাখা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন গেট, মাজার গেট ও স্পোর্টস কমপ্লেক্স গেট।
গত ২৬ মে দুপুরে হাইকোর্ট মোড় ও দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে দুই পক্ষই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। একপর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ছাত্রদলকর্মী হামলার শিকার হয়ে রক্তাক্ত হন।
বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের পর সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে রোববার থেকে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সসংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত থোলা থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুধু গাড়ি বের হতে পারবে। তবে এ গেট দিয়ে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। সুপ্রিম কোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। বিচারপ্রার্থী, আইনজীবীরা যাতে সুপ্রিম কোর্টে নির্বিঘ্নে, স্বাচ্ছন্দে থাকতে পারেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
বৈঠকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানি, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১