ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাবার বাগানে স্কুলছাত্রীকে গণধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / 33

প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার হিংগাজিয়া রাবার বাগান এলাকায়। বর্তমানে ধর্ষণের শিকার মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরই মুকিদ মিয়া ও আব্দুস সত্তার নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে ওই স্কুলছাত্রী স্কুল শেষে এক বন্ধুর সাথে হিংগাজিয়া রাবার বাগানে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর লাঠিসোটা নিয়ে ঘিরে ফেলে মুকিদ ও সত্তারসহ পাঁচ যুবক। পরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ঘটনা শোনামাত্রই আমরা অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছি। অভিযুক্ত বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাবার বাগানে স্কুলছাত্রীকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৩:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার হিংগাজিয়া রাবার বাগান এলাকায়। বর্তমানে ধর্ষণের শিকার মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরই মুকিদ মিয়া ও আব্দুস সত্তার নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে ওই স্কুলছাত্রী স্কুল শেষে এক বন্ধুর সাথে হিংগাজিয়া রাবার বাগানে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর লাঠিসোটা নিয়ে ঘিরে ফেলে মুকিদ ও সত্তারসহ পাঁচ যুবক। পরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ঘটনা শোনামাত্রই আমরা অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছি। অভিযুক্ত বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

নিউজ লাইট ৭১