ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একদর বেঁধে দেয়ার সিদ্ধান্ত ডলারের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / 23

কোনো ব্যাংক বেশি দাম দিয়ে প্রবাসী আয় সংগ্রহ করতে পারবে না। বর্তমান ডলার সঙ্কট কাটাতে প্রবাসী আয়ে এক দর বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি রপ্তানিকারকদের নিজ ব্যাংকের মাধ্যমে বিল নগদায়ন করতে হবে। ব্যাংকগুলো মিলে ডলারের মূল্য নির্ধারণ করে দেবে; আর সেই দামে আসবে প্রবাসী আয়।

ডলারের সংকট কাটাতে বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে সভায় বসে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, ব্যাংকগুলোর প্রস্তাবিত ডলারের মূল্য নিয়মিত ভিত্তিতে পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক।

এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ দুই কমিটির সংশ্লিষ্ট সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়মিত ভিত্তিতে যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকদের নিজ ব্যাংকে ডলার নগদায়ন করতে হবে। বাফেদা ও এবিবি ডলারের এক মূল্য নির্ধারণ করে দেবে, যা মেনে চলবে সব ব্যাংক। এই দামেই প্রবাসী আয় আনতে হবে।

সভায় উপস্থিত একজন ব্যাংকার জানান, এই সিদ্ধান্তে ডলার–সংকট কাটবে না। ডলারের যে চাহিদা তৈরি হয়েছে, তার জোগান না বাড়লে সংকট বাড়তেই থাকবে। দাম ধরে রেখে ও নিয়ন্ত্রণের চিন্তা থেকে বের হয়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

একদর বেঁধে দেয়ার সিদ্ধান্ত ডলারের

আপডেট টাইম : ০৩:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

কোনো ব্যাংক বেশি দাম দিয়ে প্রবাসী আয় সংগ্রহ করতে পারবে না। বর্তমান ডলার সঙ্কট কাটাতে প্রবাসী আয়ে এক দর বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি রপ্তানিকারকদের নিজ ব্যাংকের মাধ্যমে বিল নগদায়ন করতে হবে। ব্যাংকগুলো মিলে ডলারের মূল্য নির্ধারণ করে দেবে; আর সেই দামে আসবে প্রবাসী আয়।

ডলারের সংকট কাটাতে বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে সভায় বসে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, ব্যাংকগুলোর প্রস্তাবিত ডলারের মূল্য নিয়মিত ভিত্তিতে পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক।

এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ দুই কমিটির সংশ্লিষ্ট সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়মিত ভিত্তিতে যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকদের নিজ ব্যাংকে ডলার নগদায়ন করতে হবে। বাফেদা ও এবিবি ডলারের এক মূল্য নির্ধারণ করে দেবে, যা মেনে চলবে সব ব্যাংক। এই দামেই প্রবাসী আয় আনতে হবে।

সভায় উপস্থিত একজন ব্যাংকার জানান, এই সিদ্ধান্তে ডলার–সংকট কাটবে না। ডলারের যে চাহিদা তৈরি হয়েছে, তার জোগান না বাড়লে সংকট বাড়তেই থাকবে। দাম ধরে রেখে ও নিয়ন্ত্রণের চিন্তা থেকে বের হয়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে।

নিউজ লাইট ৭১