দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- আপডেট টাইম : ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / 31
রাজধানী ঢাকা ও খুলনা বিভাগের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় বেশ শুষ্ক থাকতে পারে। অন্যদিকে দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে তিন বিভাগে অধিক পরিমাণে ও অপর তিন বিভাগে বৃষ্টি তুলনামূলক কম হতে পারে বলে সোমবার (২৩ মে) আভাস দিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তিনি জানিয়েছেন, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুরের দিকে অধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদিও মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই তিন বিভাগে একটু বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এই তিন বিভাগে কম বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা ও খুলনার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেছেন, তাপমাত্রা আগের তুলনায় এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। যদিও নির্ধারিত এই সময় শেষে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নাই। কিন্তু এখন বৃষ্টি হলেই সঙ্গে কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে, যেটা অব্যাহত থাকবে। এছাড়া বর্তমানে সাগরও শান্ত অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী- শেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা চাঁদপুরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিনে দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
নিউজ লাইট ৭১