ঢাকায় ফিলিপ্পো গ্রান্ডি
- আপডেট টাইম : ০৬:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / 33
পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এর আগে প্রথম দফায় ২০১৯ সালের মার্চে ঢাকা সফর করেছিলেন তিনি।
শনিবার (২১ মে) ইউএনএইচসিআরের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের তহবিল কার্যক্রম সংকট উত্তরণের জোরদারেই মূলত এবারের ঢাকা সফরকে বেছে নিয়েছেন হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। বৈশ্বিক দাতা সংস্থা ও দেশগুলোকে সহায়তার হাত সম্প্রসারিত করার আহ্বান জানাবেন তিনি।
এ সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হাইকমিশনার সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কক্সবাজার ও ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরিত হওয়া রোহিঙ্গাদের চলমান কার্যক্রম আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া রোহিঙ্গাদের নিয়ে কাজ করা স্থানীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন।
ফিলিপ্পো গ্র্যান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে।
নিউজ লাইট ৭১