এশিয়া কাপ আয়োজন করতে বাংলাদেশ প্রস্তুত
- আপডেট টাইম : ০১:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / 30
শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে ব্যর্থ হলে বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, আমার মনে হয় এশিয়া কাপ আয়োজন নিয়ে এখন কথা বলা আমাদের উচিত হবে না। তবে যদি কোনো পরিবর্তন আসে। তাহলে প্রথম পছন্দ হিসেবে বাংলাদেশেই হবে। যদি ওরা মনে করে ওরা পারবে না, তাহলে আয়োজক হিসেবে আমরাই প্রথম পছন্দ থাকবো।
তিনি আরও বলেন, আগামী ২৪ মে, ভারতে আইপিএল দেখতে যাবো। সেখানে আইসিসি এবং এসিসির সব ডিরেক্টর যাবেন। যদি শ্রীলঙ্কা মনে করে যে ওরা এশিয়া কাপ আয়োজন করতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশই এগিয়ে যাবে আয়োজনের জন্য।
এর আগে এসিসির বরাত দিয়ে ক্রিকেট ডটকম জানিয়েছে, অস্থিরতার কারণে এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের স্বত্ব হারাতে পারে শ্রীলঙ্কা। আর বিকল্প আয়োজক দেশ হিসেবে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে।
নিউজ লাইট ৭১