কক্সবাজারের পরিবেশ রক্ষা করে পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে হবে
- আপডেট টাইম : ০৭:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / 29
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটননগরী হিসেবে গড়ে তোলার জন্য সরকার বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। তবে কক্সবাজারের পরিবেশ রক্ষা করে পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে হবে।
বুধবার (১৮ মে) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আইকনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আষাঢ় মাসে কক্সবাজার সমুদ্রসৈকতের উপকূলজুড়ে ঝাউগাছ লাগিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঝাউগাছ সমুদ্রসৈকতের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, পাশাপাশি ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ষাকবচের ভূমিকা পালন করবে।
মহেশখালীর মেগাপ্রকল্প এবং রেললাইন কক্সবাজারের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, সমুদ্রসীমা বিজয় সুনীল অর্থনীতির বিকাশের জন্য একটি মাইলফলক।
কক্সবাজার শহরের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব মো. শহীদুল্লা খন্দকার ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ বক্তব্য দেন।
নিউজ লাইট ৭১