ধর্ষণের শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যা
- আপডেট টাইম : ০৫:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / 34
পিরোজপুরের নাজিরপুরে গণধর্ষণের শিকার হয়ে রিতা ঘরামী (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. সজল মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সজল মোল্লা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বানারজোড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
তাকে বানারজোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।ওই গৃহবধুর মরদেহ উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সোনাপুর গ্রামের স্বামী সুনিল মন্ডলের বাড়ির পিছনের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই গৃহবধূ বিভিন্ন সময় কেনা-কাটার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া যাওয়ার পথে উপজেলার মালিখালী ইউনিয়নের তরুরবাড়ি গ্রামের আ. জলিলের পুত্র মো. জিসান (২৭) তাকে কুপ্রস্তাব দিত। এতে ঐ গৃহবধু রাজি না হলে জিসান তাকে মোটর সাইকেলে করে জোর করে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫ জনে তাকে গন ধর্ষন করে। পরে কোটালিপাড়ার লিংক রোড এলাকায় ফেলে রেখে যায়। এতে ক্ষোভে ও লোক লজ্জায় তিনি আত্মহত্যা করেন।
ওসি মো. হুমায়ুন কবির জানান, ওই গৃহবধূকে গন ধর্ষনের অভিযোগে তার স্বামী বাদী হয়ে সজল মোল্লা সহ ৩ জনের নাম উল্লেখ করে ও আরো ২ জনকে অজ্ঞাত করে গন ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
নিউজ লাইট ৭১