নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ
- আপডেট টাইম : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / 32
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের নিকট উত্থাপন করবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ভারত খুবই শক্তিশালী। তারা মার্কিন সরকারকে বলেছে। এটি হয়েছে শুধুমাত্র ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন যে কোনও উন্নতি না হলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র্যাবের অভ্যন্তরে আছে।
তিনি বলেন, র্যাবের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা সবাই জানেন। সেই ঘটনাই প্রমাণ করে র্যাবের জবাবদিহিতা নিশ্চিত করেছি। তাদের অনেকেই শাস্তি পায়। এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না।
নিউজ লাইট ৭১