বিয়ের প্রলোভনে এক নারীকে ১২ বছর ধরে ধর্ষণ
- আপডেট টাইম : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
- / 87
নিউজ লাইট ৭১ ডেস্ক: সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে (৩২) প্রায় একযুগ ধরে ধর্ষণ করে আসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক হাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার বুড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ভুক্তভোগী ওই নারী ধর্ষণের অভিযোগে মানিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মানিক হাজী আশুলিয়ার বুড়ি বাজার এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পেশায় একজন বিউটিশিয়ান। তাকে প্রায় ১১ থেকে ১২ বছর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়েন মানিক হাজী। এরপর থেকে নিয়মিত ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। ওই নারী দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চাপ দিলেও নানা টালবাহানা করেন মানিক হাজী। পরে ভুক্তভোগী ওই নারী বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, মানিক হাজী গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। এরপর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এতদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক জানান, ধর্ষণের মামলায় মানিক হাজীকে গ্রেপ্তার করা হয়েছে।