যানজট কমেছে ফুলপুর রোড ডিভাইডারে
- আপডেট টাইম : ০৩:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / 31
ময়নসিংহের ফুলপুরে রোড ডিভাইডার স্থাপনের কারণে দীর্ঘ দিনের যানজট ভোগান্তি থেকে মুক্তি পেলো পথচারীগণ। আগে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট ছিলো নিত্য নৈমিত্তিক ব্যাপার, যা আমুয়াকান্দা মোড়ে চলতো ঘণ্টার পর ঘণ্টা। যানজট নিরসনে বহু বছর ধরে বহু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
কিন্তু কোনোটিতেই সুরাহা হচ্ছিল না। কিছুদিন আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে এ নিয়ে আলোচনায় ফুলপুর বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে ৭০ পিস রোড ডিভাইডারের অস্থায়ী পিলারের মাধ্যমে জেলার ন্যায় সিমেন্টের খুঁটির উপর বাঁশ দিয়ে রোড ডিভাইডার স্থাপন করা হয়। এতে দীর্ঘ দিনের যানজট সমস্যার নিরসন হয়েছে। ফুলপুরে এই প্রথম যানজট নিরসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষজন।
এই জন্য ফুলপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাবীব, পৌর মেয়র মিঃ শশধর সেন, ট্রাফিক সাব-ইন্সপেক্টর আজিজুল হকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।
নিউজ লাইট ৭১