শিরোনাম :
চন্দনাসহ ৩ টিয়া পাখি অবমুক্ত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০২:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / 29
পটুয়াখালীর কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির চন্দনাসহ ৩ টি টিয়া পাখি বন্দিদশা থেকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুর দুইটায় বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পৌর শহরের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এসব টিয়া অবমুক্ত করা হয়। এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা মঙ্গলবার এসব টিয়া উপজেলার বালিয়াতলী বাজারের পাখি বিক্রেতাদের কাছ থেকে উদ্ধার করেন।
টিয়া অবমুক্তকালে উপস্থিত ছিলেন এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যর রাকায়েত আহসান, নজরুল ইসলাম ও অহিদুল ইসলাম।
নিউজ লাইট ৭১
Tag :