২০০ হেক্টর জমির ধান পানিতে
- আপডেট টাইম : ০১:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / 20
উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় ২০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ফলে আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছে কৃষকরা।
টানা তিন দিন পানি বৃদ্ধি পাওয়ায় সদর, ভলাকূট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ ছয়টি ইউনিয়নের হাওর এলাকার জমি তলিয়ে গেছে।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, মঙ্গলবার পর্যন্ত জেলার নদ-নদীর পানি বেড়েছে এক দশমিক ৮৩ মিটার। আজ পাঁচ সেন্টিমিটার পানি কমেছে। তবে ভোর থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই আগামীকাল আবারও পানি বাড়তে পারে।
ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, উজানের পানি নেমে আসার কারণে নাসিরনগরের তিতাস, বলভদ্র ও লঙঘর নদী সংলগ্ন প্রায় ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাওরের উজানের জমি এখনও সুরক্ষিত আছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, হাওর এলাকায় প্রায় ৩২ হাজার দুই হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত নয় হাজার ৩১০ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে, যা মোট জমির শতকরা ২৯ ভাগ।
তিন দিনে নদ-নদীতে দুই ফুটের বেশি পানি বেড়েছে উল্লেখ করে ভলাকূট গ্রামের কৃষক রহিছ মিয়া বলেন, কয়েক দিন আগে শিলা বৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। এবার সুনামগঞ্জের পানি এসে সব ধান ভাসিয়ে নিয়ে গেছে।
নিউজ লাইট ৭১