ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকল্প এলাকার ছবি তুলে রাখতে নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / 29

ছবি- নিউজ লাইট ৭১

কোনো প্রকল্প নেয়ার আগে প্রকল্প এলাকার ছবি তুলে রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। সভায় ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। ১ হাজার ৭৫৪ প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, সরকার নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে সব থেকে বড় সমস্যা জমি অধিগ্রহণ। প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প বাস্তবায়ন ও জমি অধিগ্রহণের কথা শুনে অনেকে রাতারাতি জমিতে খুঁটি গেড়ে বসেন। অনেকে ফসলি জমিকে বসতবাড়ি হিসেবে জাহির করেন। অনেকে বলে বাপ-দাদার ভিটা, জমিতে এটা ছিল, ওটা ছিল, তাজমহল ছিল।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী জমির সঠিক মূল্য দিতে বলেছেন। তিনি জমির ছবি তুলে রাখতে বলেছেন যেন জমি অধিগ্রহণের সময় কেউ বলতে না পারে আমার জমিতে বিল্ডিং ছিল।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

প্রকল্প এলাকার ছবি তুলে রাখতে নির্দেশ

আপডেট টাইম : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

কোনো প্রকল্প নেয়ার আগে প্রকল্প এলাকার ছবি তুলে রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। সভায় ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। ১ হাজার ৭৫৪ প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, সরকার নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে সব থেকে বড় সমস্যা জমি অধিগ্রহণ। প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প বাস্তবায়ন ও জমি অধিগ্রহণের কথা শুনে অনেকে রাতারাতি জমিতে খুঁটি গেড়ে বসেন। অনেকে ফসলি জমিকে বসতবাড়ি হিসেবে জাহির করেন। অনেকে বলে বাপ-দাদার ভিটা, জমিতে এটা ছিল, ওটা ছিল, তাজমহল ছিল।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী জমির সঠিক মূল্য দিতে বলেছেন। তিনি জমির ছবি তুলে রাখতে বলেছেন যেন জমি অধিগ্রহণের সময় কেউ বলতে না পারে আমার জমিতে বিল্ডিং ছিল।

নিউজ লাইট ৭১