রাজনৈতিক চাপে নেই নির্বাচন কমিশন
- আপডেট টাইম : ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / 30
নতুন নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপের মধ্যে নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, চাপের প্রশ্নই আসে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, যেহেতু আগামী নির্বাচনের দ্বায়িত্ব আমাদের কাছে এসেছে, তাই কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো। সে বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা হবে। এখনই কিছু বলতে পারবো না। আমাদের প্রত্যাশা, রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার মধ্য দিয়ে সমঝোতায় আসবেন।
রাজনৈতিক মহল কিংবা অন্য কোনও পক্ষ থেকে চাপ অনুভব করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিজেরই উচ্চ রক্তচাপ আছে। ওই প্রেসারের সঙ্গে আর একটু দ্বায়িত্বের চাপ রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, রাশেদা সুলতানা এমিলি, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
নিউজ লাইট ৭১