ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নেশা খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 30

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিরিয়ানির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শিপন আহম্মদের বিরুদ্ধে।

শনিবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত শিপন আহম্মদ আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। তিনি পৌরশহরের ১নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের হাবিবুল্লাহ হিরুর ছেলে। ওই গৃহবধূ যুবলীগ নেতা শিপন আহম্মদের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী অটোরিকশা চালক।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার।

তিনি বলেন, শনিবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার ভিকটিমের স্বামীকে কৌশলে গায়ে হলুদের অনুষ্ঠানের কাজে ডেকে নেয় বাড়ির মালিক যুবলীগ নেতা শিপন আহম্মদ। এ সময় ওই নারীর শিশু সন্তান ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।

পরে বৃহস্পতিবার গভীর রাতে ওই নারীর ঘুম ভাঙিয়ে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যায় শিপন। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হলে ওই নারীকে ধর্ষণ করে শিপন আহম্মদ। একপর্যায়ে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তার শিশু সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে চলে যায় শিপন আহম্মদ।

আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ওই শিপন আহম্মদ যুবলীগের কোনো পদে নেই। তবে আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নির্যাতিত ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নেশা খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিরিয়ানির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শিপন আহম্মদের বিরুদ্ধে।

শনিবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত শিপন আহম্মদ আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। তিনি পৌরশহরের ১নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের হাবিবুল্লাহ হিরুর ছেলে। ওই গৃহবধূ যুবলীগ নেতা শিপন আহম্মদের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী অটোরিকশা চালক।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার।

তিনি বলেন, শনিবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার ভিকটিমের স্বামীকে কৌশলে গায়ে হলুদের অনুষ্ঠানের কাজে ডেকে নেয় বাড়ির মালিক যুবলীগ নেতা শিপন আহম্মদ। এ সময় ওই নারীর শিশু সন্তান ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।

পরে বৃহস্পতিবার গভীর রাতে ওই নারীর ঘুম ভাঙিয়ে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যায় শিপন। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হলে ওই নারীকে ধর্ষণ করে শিপন আহম্মদ। একপর্যায়ে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তার শিশু সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে চলে যায় শিপন আহম্মদ।

আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ওই শিপন আহম্মদ যুবলীগের কোনো পদে নেই। তবে আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নির্যাতিত ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

নিউজ লাইট ৭১