অবৈধ বালু ব্যবসা করায় জরিমানা
- আপডেট টাইম : ০৬:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / 32
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাল বালু জমিয়ে রেখে ব্যবসা করে যাচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট।
ইতিপূর্বে মহাসড়কের পাশে অবৈধভাবে বালু রাখার কারণে ছোট-বড় দুর্ঘটনা সহ প্রাণহানি ঘটনা ঘটেছে।
তবু কিছুতেই এই বালু ব্যবসা বন্ধ করা হচ্ছে না। বালু ব্যবসা বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে উদ্যোগ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের ত্রিশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।
এসময় দুই বালু ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশ থেকে অবৈধভাবে মজুদ করা বালু অপসারণের নির্দেশ দেওয়া হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান জানান,সড়ককে নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজ লাইট ৭১